বিগব্যাশে ককবেইনের তান্ডব!
বিবিএল বা বিগ ব্যাস লীগ এর আজকের প্লে অফ এ মুখোমুখি ছিলো আডিলেড স্ট্রাইকার ও সিডনি থান্ডার্স। টস জিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটে নামে অ্যাডিলেড স্ট্রাইকার। সূচনাতে অ্যালেক্স ক্যারির ১৪ বলে ২৩ রান এর বিধ্বংসী সূচনার পর ইয়ান ককবেইন এর ৩৮ বলে ৬৫ রানের ইনিংসে ভর করে অ্যাডিলেড এর সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৬ উইকেটে …