বিপিএল ২০২২ এর দলগুলোর টিম প্রিভিউ!
প্রথমেই কথা বলা যাক এবারের বিপিএলের সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন দল মিনিস্টার ঢাকার ব্যাপারে । বিপিএলের এবারকার আসরে ঢাকা দলের অংশগ্রহণ নাটকীয়তায় পরিপূর্ণ ছিল। বিপিএলে অন্যান্যবারের মতো এবারও ঢাকার সমর্থকরা আশা করেছিলেন ঢাকা দলের মালিকানায় থাকবে বেক্সিমকো গ্রুপ। কিন্তু অন্তর্গত কিছু কারণে এবারে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা নেয়নি বেক্সিমকো। পরে ঢাকা দলের মালিকানা গ্রহণ করে রূপা এন্ড …