কন্ঠে আত্মবিশ্বাস তাসকিনের
তাসকিন আহমেদ কে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের পেস বোলিং এটাকের ভবিষ্যত। তার বোলিং একশন,গতি এবং ফিটনেস এর জন্য দেশ বিদেশের অনেক গুনি ক্রিকেটার বহুবার তাকে প্রশংসায় ভাসিয়েছেন। ক্যারিয়ারের শুরুতেই একের পর এক চমক দেখিয়েছে তাসকিন। কিন্তু শুরুতা ভাল হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেন নি তিনি। বারবার ইঞ্জরি তাসকিন আহমেদ কে অনেক ভুগিয়েছে। তাই এবার তিনি …