জানুয়ারির ট্রান্সফার উইন্ডো এরই মধ্যে শেষ হয়েছে । গতকাল ছিল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর শেষ দিন। শেষ দিনে বিশ্ব ফুটবল দেখেছে নানা নাটকীয়তা। বিভিন্ন দেশের নামি দামি খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ফুটবল বিশ্বের নামি দামি সব ক্লাব।
Table of Contents
ক্রিস্টিয়ান এরিকসনের প্রিমিয়ার লিগে ফেরা
ইউরো ২০২০-এ ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে মাঠে অজ্ঞান হয়ে পড়ে যান এরিকসন। এরপর থেকেই আর ক্লাব ফুটবলে ফেরা হয়নি এই ডেনিশ তারকার। কয়েকমাস আগেই তিনি সুস্থ হয়ে মাঠে ফিরলে তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে প্রিমিয়ার লিগ ক্লাব ব্রেন্টফোর্ড। ব্রেন্টফোর্ডের সাথে এই মৌসুম শেষ পর্যন্ত চুক্তি করেছেন ক্রিস্টিয়ান এরিকসন।
স্পেনিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন পিয়ের্রে এমরিক অবায়েং
জানুয়ারি ট্রান্সফারের শেষ দিনে এসে বার্সেলোনা তাদের আরেক সাইনিংয়ের ঘোষণা দেয়। অ্যাডামা ট্রাওরের পর গতকাল করা বার্সেলোনার সেই সাইনিং হলো পিয়ের্রে এমরিক অবামেয়াং। আর্সেনালের এই ক্যাপ্টেন স্ট্রাইকারকে বার্সেলোনা ২৫ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভিড়িয়ে নেয়। ইতোমধ্যে, তিনি বার্সেলোনায় তার মেডিকেল সম্পন্ন করেছেন এবং বার্সেলোনায় তিনি তার প্রথম ট্রেনিং সেশনে যোগ দান করেছেন।
ইংল্যান্ড মিডফিল্ডার ডেলে আলি এবং নেদারল্যান্ডস মিডফিল্ডার ডনি ভ্যান ডি বিককে দলে নিয়েছে এভারটন
সমসয়টা মোটেও ভালো যাচ্ছিলো না মার্সিসাইড ক্লাব এভারটনের। তারই ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারি কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হলো রাফা বেনিতেজকে। নতুন কোচ হিসেবে গতকালই ফ্রাঙ্ক লাম্পার্ডের নাম ঘোষণা করে এভারটন কর্তৃপক্ষ। ফ্রাঙ্ক লাম্পার্ডের নতুন সাইনিংয়ে দলে নেওয়া হয় নেদারল্যান্ডস মিডফিল্ডার ডনি ভ্যান ডি বিককে।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চলতি মৌসুমের শেষ পর্যন্ত লোনে এভারটনে পাড়ি জমালেন এই ডাচ ফুটবলার। ডনি ভ্যান ডি বিকেকে দলে নেওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই এভারটন কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে ফ্রাঙ্ক লাম্পার্ডের দ্বিতীয় পছন্দ অনুযায়ী তারা টটেনহ্যাম হর্টস্পার থেকে ইংলিশ মিডফিল্ডার ডেলে আলিকে দলে ভেড়াচ্ছে।
ইংলিশ এই মিডফিল্ডারকে টটেনহ্যাম থেকে দুই বছর ছয় মাসের চুক্তিতে দলে ভিড়িয়েছে এভারটন। তার পার্ফম্যান্সের উপর ভিত্তি করে তার ফি ৪০ মিলিয়ন ইউরো পর্যন্ত বাড়তে পারে।
জুভেন্টাস থেকে দুই মিডফিল্ডারকে দলে নিয়েছে প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হর্টস্পার
ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে উরুগুয়েন মিডফিল্ডার রদ্রিগো বেন্টানকুর এবং সুইডিশ মিডফিল্ডার ডেজান কুলুসেভসকিকে দলে নিয়েছে প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হর্টস্পার। জানুয়ারি ট্রান্সফারের শেষ দিনে এসে জুভেন্টাস থেকে এই দুই মিডফিল্ডারকে একসাথে দলে নিয়ে সকলকে চমকে দেয় টটেনহ্যাম।
এর আগে টটেনহ্যাম কোচ এন্তোনিও কন্তে পর্তুগাল ক্লাব পোর্তো থেকে কলম্বিয়ান তারকা লুইজ ডিয়াস এবং উল্ভস থেকে অ্যাডামা ট্রাওরেকে নিজের সাইনিংয়ের তালিকায় রাখলেও তাদেরকে আর দলে নিতে পারেনি দলটি। তাই ট্রান্সফারের শেষ দিনে এসে এই দুই মিডফিল্ডারকে দলে নেয় টটেনহ্যাম। রদ্রিগো বেন্টানকুরকে ১৯ মিলিয়ন ইউরো + ৬ মিলিয়ন ইউরোতে চার বছর ছয় মাসের চুক্তিতে এবং সুইডিশ মিডফিল্ডার ডেজান কুলুসেভসকিকে ১০ মিলিয়ন ইউরোতে ১৮ মাসের লোনের চুক্তিতে দলে নিয়েছে টটেনহ্যাম হর্টস্পার।
মনশেনগ্লাডবাখ থেকে সুইস তারকা ডেনিস জাকারিয়াকে দলে নিলো জুভেন্টাস
ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার পর থেকেই সময়টা যেন সাথে নেই জুভেন্টাসের। সিরি-আ’তে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে এই ইতালিয়ান ক্লাব। ভাগ্য ফেরানোর জন্য এবং গোল খরা কাটাতে জুভেন্টাসের নতুন নাম্বার সেভেন হিসেবে ফিওরেন্টিনা থেকে ৭৫ মিলিয়ন ইউরোতে সার্বিয়ান তারকা ডুসান ব্লাহোভিচকে দলে নিয়েছে জুভেন্টাস।
এরপর, দলের দুই মিডফিল্ডার রদ্রিগো বেন্টারকুর এবং ডেজান কুলুসেভসকি টটেনহ্যামে যোগ দিলে তাদের জায়গা পূরণ করতে বরুশিয়া মনশেনগ্লাডবাখ থেকে সুইস তারকা ডেনিস জাকারিয়াকে দলে নেয় এই ইতালিয়ান ক্লাব। ডেনিস জাকারিয়ার সাথে ৮ মিলিয়ন ইউরোতে জুন ২০২৬ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করে জুভেন্টাস।
জানুয়ারি ট্রান্সফারের শেষ দিনে ম্যাট টার্গেট এবং ড্যান বার্নকে দলে নিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড
ট্রান্সফার উইন্ডো ইতিহাসের সবচেয়ে সেরা ট্রান্সফার উইন্ডো দেখেছে নিউক্যাসেল ইউনাইটেড। নতুন মালিকানার অধীনে জানুয়ারি ট্রান্সফারের প্রথম সাইনিং ছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের সাবেক রাইট ব্যাক ডিফেন্ডার কাইরেন ট্রিপিয়ার।
তারপর বার্নলে থেকে দলে আনা হয় নিউজিল্যান্ড ফুটবলরা ক্রিস উড এবং দুইদিন আগেই নিউক্যাসেল কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে, তারা ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ব্রুনো গুইমারেসকে ৪০ মিলিয়ন + ৮ মিলিয়ন ইউরোতে জুন ২০২৬ পর্যন্ত দলে নিয়েছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে এসে তারা অ্যাস্টন ভিলা থেকে ম্যাট টার্গেট এবং ব্রাইটন থেকে ড্যান বার্নকে দলে নেওয়ার কথা জানায়।
ইংলিশ এই লেফ্ট ব্যাক ডিফেন্ডার ম্যাট টার্গেটকে এই মৌসুমের শেষ পর্যন্ত এবং ইংলিশ ডিফেন্ডার ড্যান বার্নকে ১৩ মিলিয়ন ইউরোতে দুই বছর ছয় মাসের চুক্তিতে দলে নেয় নিউক্যাসেল ইউনাইটেড।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com