কিছুদিন আগেই আইপিএল এর প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ ভিত্তিমূল্যের প্লেয়ারদের তালিকায় স্থান পেয়েছিলেন সাকিব আল হাসান। এবার ইংল্যান্ডের সদ্য চালু হওয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে নাম রয়েছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের।
দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে সাকিব আল হাসান ছাড়াও বাংলাদেশ থেকে তামিম ইকবাল রয়েছেন। সাকিব-তামিম দুইজন-ই রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্য পাওয়া ১০ ক্রিকেটারের তালিকাতে। এই তালিকার ক্রিকেটারদের ভিত্তিমূল্য হলো ১ লক্ষ পাউন্ড।
সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় বাকি ৮ ক্রিকেটার হলেন- ডেভিভ ওয়ার্নার, কাগিসো রাবাদা, নিকোলাস পুরান, জেসন হোল্ডার, লুকি ফার্গুসন, কাইরন পোলার্ড, বাবর আজম, কুইন্টন ডি কক।
এই টুর্নামেন্টের খেলতে আগ্রহী ছিলেন ১৩ দেশের ২৫৩ জন ক্রিকেটার। সব ঠিকঠাক থাকলে আগামী ২৩ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে। জুলাইয়ে শুরু হতে পারে এটি।গত বছর টুর্নামেন্টের প্রথম আসর হবার কথা থাকলেও করোনা মহামারির কারণে হতে পারে নি।
সর্বোমোট ৮ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com