মেহেদী হাসান মিরাজ

টাইগারদের ব্যাটিং-বোলিং নৈপুণ্যে চাপের মুখে ক্যারিবিয়ানরা!

মেহেদী হাসান মিরাজের দায়িত্ব পূর্ণ্য ব্যাটিং এবং মুস্তাফিজের বোলিং তোপে দ্বিতীয় দিন টি নিজেদের করে নিলো টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ এখনো বাংলাদেশের চেয়ে  ৩৫৫ রানে পিছিয়ে আছে।

দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়ে ৭৫ রান তোলে। দিনের শুরুটা বাংলাদেশের ভাল না হলেও মেহেদী হাসান মিরাজের অসাধারণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। 

এর আগে ৬৭ বলে ৩৮ রান করে আউট হয় লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেট জুটি তে ৫৫ রান তোলেন সাকিব-লিটন। সাকিব ১১০ বল খেলে ক্যারিয়ারের ২৫ তম হাফ সেঞ্চুরির দেখা পায়। তারপর সব আলো কেড়ে নিয়ে কাব্যিক এক ইনিংস খেলে টেস্ট ক্যারিয়ারের ১ম সেঞ্চুরী তুলে নেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ সব উইকেট হারিয়ে ৪৩০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানেই ২ উইকেট হারায় ক্যারিবিয়ান-রা। মুস্তাফিজ কে সামাল দিতে হিমশিম খেতে হয় ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান-দের। দ্বিতীয় দিন শেষে ক্যারিবিয়ান-দের সংগ্রহ ২ উইকেতে ৭৫ রান। মাঠে আছেন ব্রাথওয়েট ৪৯* ও বোনার ১৭* রান নিয়ে। আগামীকাল ১ম টেস্টের তৃতীয় দিনে এই জুটি আবারও মাঠে নামবেন।

সক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ৪৩০/১০ (ওভার ১৫০.২) – সাদমান ৫৯, সাকিব ৬৮, মিরাজ ১০৩, ওয়ারিগান ৪/১৩৩, কর্নওয়াল ২/১১৪।

ওয়েস্ট ইন্ডিজঃ ৭৫/২ (ওভার-২৯) ব্রাথওয়েট ৪৯*, বোনার ১৭*, মুস্তাফিজ ২/১৮।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top