নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ টসে হেরে জেতার পর দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান।
বাংলাদেশের একাদশে পরিবর্তন না হলেও নিউজিল্যান্ডের একাদশে এসেছে দুটি পরিবর্তন। গত ম্যাচের একাদশ থেকে ছিটকে পড়েছেন ব্লেয়ার টিকনার এবং জ্যাকব ডাফি।
গত ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ দল টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছিল। এই ম্যাচ জিতলে কাপ্তান মাহমুদুল্লাহর দল কিউইদের বিপক্ষে ব্যবধান বাড়ানোর পাশাপাশি ওয়াল্ড র্যাংকিং টেবিলে উঠে আসবে ষষ্ঠ স্থানে।
দ্বিতীয় ম্যাচের একাদশ
বাংলাদেশ :
১) নাঈম শেখ, ২) লিটন দাস, ৩) সাকিব আল হাসান, ৪) মুশফিকুর রহিম, ৫) মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ৬) নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ৭) আফিফ হোসেন ধ্রুব, ৮) শেখ মেহেদী হাসান, ৯) মোহাম্মদ সাইফউদ্দিন, ১০) মুস্তাফিজুর রহমান ও ১১) নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড :
১) রাচিন রবীন্দ্র, ২) টম ব্লানডেল, ৩) উইল ইয়ং, ৪) কলিন ডি গ্র্যান্ডহোম, ৫) টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ৬) হেনরি নিকোলস, ৭) কোল ম্যাককঞ্চি, ৮) ডগ ব্রেসওয়েল, ৯) এজাজ পেটেল, ১০) হামিশ বেনেট ও ১১) বেন সিয়ার্স।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
খেলাধুলা নিয়ে আরও পড়ুন…