ওয়ানডে সিরিজের পরপরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজ। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
কিন্তু আসন্ন টি-টোয়েন্টি স্কোয়াডের দলে নেই কেন উইলিয়ামস এবং ট্রেন্ট বোল্টসহ নিউজিল্যান্ড দলের নিয়মিত ৬ জন ক্রিকেটার।
মূলত আইপিএল এর পুরো মৌসুম জুড়ে খেলার জন্য তাদেরকে ছেড়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আর এই কারণে টাইগারদের বিপক্ষে টি-টুয়েন্টি দলে রাখা হয়নি উইলিয়ামসন, বোল্ট, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ও টিম সেইফার্টদের।
২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে কিউইদের হয়ে অধিনায়কত্ব করবেন টিম সাউদি।
এদিকে প্রথমবারের মতো কিউই টি-টুয়েন্টি দলে জায়গা পেয়েছেন ফিন অ্যালেন ও উইল ইয়ং।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
১) সাউদি (অধিনায়ক) ২) ফিন অ্যালেন ৩) টড অ্যাশলে ৪) হামিশ বেনেট ৫) মার্ক চ্যাপমান ৬) ডেভন কোনওয়ে (উইকেটরক্ষক) ৭) লকি ফার্গুসন ৮) মার্টিন গাপটিল ৯) অ্যাডাম মিলনে ১০) ড্যারল মিশেল ১১) গ্লেন ফিলিপস ১২) ইশ সোধি ১৩) উইল ইয়ং।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com