বাংলাদেশ আইসিসি T20 বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম রাউন্ডের খেলায় পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় রানের ব্যাবধানে জয়।
ভিডিও তে দেখুন বিস্তারিতঃ
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
বাংলাদেশ : ১৮১/৭ (২০-ওভার) রিয়াদ ৫০, সাকিব আল হাসান ৪৬, লিটন দাস ২৯, আফিফ ২১, সাইফউদ্দিন ১৯*
ভালা ২৬/২, মরেয়া ২৬/২, রাভু ৪০/২
পাপুয়া নিউগিনি ৯৭/১০ (১৯.৩-ওভার) দরিগা ৪৬*, সোপার ১১
সাকিব আল হাসান ৯/৪, তাসকিন ১২/২, সাইফউদ্দিন ২১/১, মেহেদী ২০/১
ফল : বাংলাদেশ ৮৪-রানে জয়ী।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com