প্রথম ইনিংসে ১৯২ রানের লিডের পর তৃতীয় দিন শেষে টাইগারদের লিডের পরিমাণ দাড়ালো ২৩৭ রান। দ্বিতীয় ইনিংসে ১৭ ওভার ব্যাটিং করে ৪৫ রান সংগ্রহ করেছে সফরকারীরা বাংলাদেশ দল। বল হাতে টাইগারদের পক্ষে মিরাজ ৫ উইকেট ও সাকিব ৪টি উইকেট নিতে সক্ষম হন।
তৃতীয় দিন বাংলাদেশ ব্যাটিং করার সুযোগ পেয়েছে ১৭ ওভার। সাইফ হাসান ও সাদমান ইসলাম যথাক্রমে ২২ ও ২০ রানে অপরাজিত রয়েছেন। দিন শেষে টাইগারদের সংগ্রহ ১৭ ওভারে ৪৫ রান। লিড ২৩৭ রান।
প্রথম ইনিংসে স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন টি কাইটানো। তিনি ৩১১ বলের ধৈর্যশীল ইনিংস খেলেন। অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর মাত্র ৯২ বলে ৮১ রানের ইনিংস খেলেন । কাইটানো ও টেইলর ১১৫ রানের জুটি করেছিলেন। এই জুটি আউট হওয়ার স্বাগতিকদের আর কোন ব্যাটসম্যান বেশিক্ষন ক্রিজে টিকতে পারে নি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মিরাজ। জিম্বাবুয়ের মাঠে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন মিরাজ। তাছাড়া সাকিব ৪টি ও তাসকিন ১টি উইকেট শিকার করেন।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com