কিউইদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও টাইগাররা পেয়েছে দাপুটে জয়। ৪ রানের ব্যবধানে জয় পেয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করে নাঈম শেখ (৩৯ বল)। এছাড়া মাহমুদউল্লাহ ৩২ বলে অপরাজিত ৩৭, লিটন কুমার দাস ২৯ বলে ৩৩, নুরুল হাসান ৯ বলে ১৩ ও সাকিব ৭ বলে ১২ রান করেন।
কিউইদের পক্ষে রাচিন রবীন্দ্র তিনটি উইকেট নিতে সক্ষম হন।
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
বাংলাদেশ : ১৪১/৬ (২০ ওভার) – নাঈম ৩৯, রিয়াদ ৩৭*, লিটন দাস ৩৩, সাকিব ১২, সোহান ১১
রাচিন ২২/৩, এজাজ ২০/১
নিউজিল্যান্ড : ১৩৭/৫ (২০ ওভার) – ল্যাথাম ৬৭*, ইয়ং ২২
মেহেদী ১২/২, সাকিব ২৯/২
ফল : বাংলাদেশ ৪ রানে জয়ী।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com