Bangladesh vs Afganistan

Bangladesh vs Afganistan অসাধারণ জয়ে ১ – ০ তে এগিয়ে আফগানরা!

মে মাসের মাঝামাঝি সময়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। প্রায় দেড় মাসেরও বেশি সময় পর ওয়ানডে ম্যাচ খেলতে নামে বাংলাদেশ।

প্রতিপক্ষ আফগানিস্থান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আফগানরা। 

বাংলাদেশের পক্ষে অপেনিংয়ে মাঠে নামে অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। শুরুটা ধীর হয় বাংলাদেশের। অপেনিংয়ে নেমে দুজনেই ধীরে সুস্থে খেলতে থাকে। ৭ম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ফাজালহক ফারুকীর বলে রহমানউল্লাহ গুরবাজের হাত বন্দি হয়ে ২১ বলে ১৩ রানের ইনিংস খেলে বিদায় নেয় তামিম ইকবাল। 

তামিম ফিরলে লিটনকে সঙ্গ দিতে মাঠে আসে নাজমুল হোসেন শান্ত। শান্তরও ইনিংসও গতিময় হয়নি। লিটন ও শান্তর জুটি ভাঙে মুজিব উর রহমান।

১২তম ওভারে বোলিংয়ে এসে ৩৫ বলে ২৬ রান করা লিটনকে সাজঘরে ফেরায় মুজিব। লিটনের পর শান্তর ইনিংসও আর দীর্ঘস্থায়ী হয়নি। পরের ওভারেই মোহাম্মদ নবীর বলে মোহাম্মদ সালীমের হাতবন্দি হয়ে ১৬ বলে ১২ রানের ইনিংস নিয়ে সাজঘরে ফিরে শান্ত।

এরপর দলের হাল ধরে সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়। সাকিব তেমন সুবিধা করতে না পারলেও হৃদয় দলকে টানছিলো ধীর গতিতে। অবশেষে সাকিবকেও তুলে নেয় আজমতউল্লাহ ওমরজাই। ৩৮ বলে ১৫ রানের ধীর ইনিংস খেলে ফিরে সাকিব।

সাকিবের পরে মাঠে আসে মুশফিকুর রহমান। সাকিবের আউটের পরের ওভারেই মাত্র এক রান করে রশিদ খানের বলে বোল্ড হয় মুশফিক। এরপর আর কেউই টিকতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

৮ বলে ৪ রান করে রশিদ খানের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরেন আফিফ হোসেন। এরপর মিরাজ হৃদয়কে বেশ কিছুক্ষণ সঙ্গ দিলেও নিজের নামের পাশে তেমন রান তুলতে পারেননি।

২৩ বলে ৫ রানের ইনিংস খেলেও ফারুকীর বলে এলবিডব্লিউয়ের শিকার হন মেহেদী হাসান মিরাজ। ১৯ বলে ৭ রানের ইনিংস খেলে মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে তাসকিন আহমেদ। 

অপর প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও এক প্রান্ত আগলে রেখেছিল হৃদয়। হাফ সেঞ্চুরিও তুলে নেয় হৃদয়। তবে তারপর আর আগাতে পারেনি। ৬৯ বলে ৫১ রানের ইনিংস খেলে ফারুকীর বলে গুরবাজের হাত বন্দি হয়ে সাজঘরে ফিরে তৌহিদ হৃদয়।

এরপর হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান কিছুক্ষণ টিকে থাকলেও তেমন রান আগায়নি। বৃষ্টি শুরু হওয়াতে ৪৩ ওভারেই শেষ হয় ইনিংস। ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রান। ১৭ বলে ৮ রান করে অপরাজিত ছিল হাসান মাহমুদ। আফগানিস্থানের পক্ষে সর্বোচ্চ ৩ টি উইকেট শিকার করে ফাজালহক ফারুকী। দু’টি করে উইকেট শিকার করে মুজিব উর রহমান ও রশিদ খান। 

৪৩ ওভারে ১৭০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে আফগানিস্থানের পক্ষে ওপেনিংয়ে নামে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ধীর হলেও শুরুটা ভালোই করে আফগানরা। রানের গতি কম হলেও উইকেট হারাচ্ছিল না।

১৬তম ওভারে প্রথম উইকেট পায় সাকিব আল হাসান। ৪৫ বলে ২২ রানের ইনিংস খেলে সাকিবের বলে শান্তর হাত বন্দি হয়ে সাজঘরে ফিরে গুরবাজ। এরপর রহমত শাহ্ নেমেই সাজঘরে ফিরে। ১৪ বলে ৮ রানের ইনিংস খেলে তাসকিনের বলে লিটন দাসের হাত বন্দি হয়ে সাজঘরে ফিরে রহমত শাহ্। 

এরপর জাদরানকে সঙ্গ দিতে মাঠে নামে হাসমতউল্লাহ শাহীদী। ২২তম ওভারে আবারও বৃষ্টির কারণে স্থগিত হয় ম্যাচ। তবে এবার আর মাঠে ফেরার সুযোগ হয়নি খেলোয়াড়দের। ২১.৪ ওভারে ৮৩ রানের সংগ্রহ ছিল আফগানদের।

ডিএলএস মেথডে ১৭ রানের জয় পায় আফগানরা। এতে সিরিজে ১ – ০ তে লিড নেয় আফগানিস্থান। ৫৮ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিল ইব্রাহিম জাদরান। বাংলাদেশের পক্ষে সাকিব ও তাসকিন একটি করে উইকেট শিকার করে। 

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ – ১৬৯/৯ (৪৩)

তৌহিদ হৃদয় ৫১ (৬৯)

লিটন দাস ২৬ (৩৫)

সাকিব আল হাসান ১৫ (৩৮)

ফাজালহক ফারুকী ৩ – ২৪ – ৮.৪

রশিদ খান ২ – ২১ – ৯

মুজিব উর রহমান ২ – ২৩ – ৯

আফগানিস্থান – ৮৩/২ (২১.৪)

ইব্রাহিম জাদরান ৪১ (৫৮)

রহমানউল্লাহ গুরবাজ ২২ (৪৫)

সাকিব আল হাসান ১ – ৯ – ৫

তাসকিন আহমেদ ১ – ২৬ – ৫.৪

ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ফাজালহক ফারুকী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top