বাংলাদেশ যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে এবারের আসরে নিজেদের নিয়ে বেশি আশাবাদী নয় যুব বিশ্বকাপ জয়ে অসাধারন ভূমিকা রাখা খালেদ মাহমুদ সুজন।
আগামী ২ বছরের ভেতর আরও ১টি বিশ্বকাপ ঘরে আনার লক্ষ্যে পরিকল্পনা সাজাতে চান খালেদ মাহমুদ সুজন ।
অধিনায়ক আকবর আলির দল গত বছর ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপ নিজেদের করে নেয়। তবে করোনার প্রভাবে সামনের আসরের আগে নিজেরা পুরোপুরি প্রস্তুত হতে পারেননি। যদিও অন্যান্য দলগুলোর অবস্থা একই।
গত বারের যুব দলকে নিজে হাতে গড়েছেন খালেদ মাহমুদ সুজন। এবারও সে দায়িত্ব তিনিই পালন করবেন বলে ধারনা করা হচ্ছে। অপেক্ষা কেবল আনুষ্ঠানিকতার।
দল নিয়ে সুজন বলেন,
‘অবশ্যই আমি এখনো সন্তুষ্ট, কারণ বেশ কয়েকটি ম্যাচ খেলেই আমরা বিশ্বকাপে যাব। তবে ১০০% আশাবাদী সেটাও বলব না। ভাগ্য সহায় হলে চ্যাম্পিয়ন হবো । আমার আশা ভালো কিছু হবে। কিন্তু আমার ফোকাস আগামী দুই বছরে।
আমি কোচদের বলেছি, পরের দুই বছরে বাংলাদেশ আবার চ্যম্পিয়ন হবে আমরা এই উদ্দেশে কাজ করব। পরবর্তী দুই বছরে যাতে আমরা ভাল ভাবে প্রস্তুত হতে পারি এবং বিশ্বকাপের জন্য লড়তে পারি।’
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
বিস্তারিত জানুন ভিডিও থেকেঃ