আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ওমান ও বাংলাদেশ।

সুপার টুয়েলভের যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। স্বাগতিক দল হিসেবে ওমান আজ হয়ে উঠতে পারে বেশ কঠিন প্রতিপক্ষ। জয়ের ধারায় ফিরতে মাহমুদুল্লাহ-সাকিবরা তাই মুখিয়ে থাকবে। রান রেটের ব্যবধান কমিয়ে যথাসম্ভব বড় ব্যবধানের জয়ই দরকার বাংলাদেশের।
দুই দলের সম্ভাব্য একাদশ
ওমান : ১) আকিব ইলিয়াস, ২) জতিন্দর সিং, ৩) খাওয়ার আলী, ৪) জিশান মাকসুদ (অধিনায়ক), ৫) কাশিয়াপ প্রজাপতি, ৬) নাসিম খুশি (উইকেটরক্ষক), ৭) মোহাম্মদ নাদিম, ৮) আয়ান খান, ৯) সন্দ্বীপ গউদ, ১০) কলিমউল্লাহ, ১১) বিলাল খান।
বাংলাদেশ : ১) নাঈম শেখ/সৌম্য সরকার, ২) লিটন দাস, ৩) সাকিব আল হাসান, ৪) মুশফিকুর রহিম, ৫) মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ৬) আফিফ হোসেন ধ্রুব, ৭) নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ৮) শেখ মেহেদী হাসান, ৯)মোহাম্মদ সাইফউদ্দিন, ১০) তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম, ১১) মুস্তাফিজুর রহমান।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com