ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সাকিব আল হাসান কে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর তারপরই আসন্ন শ্রীলঙ্কা সফরের দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন বিশ্বসেরা সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিসিবি ছুটি মঞ্জুর করলেও সাকিব আল হাসানের আইপিএল খেলার ব্যাপারে অনাপত্তি পত্র দেয়ার বিষয়টি আবারো পর্যালোনা করা হবে বলে জানিয়েছে। ২১ মার্চ (রবিবার) সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ঊর্ধতন কর্মকর্তা আকরাম খান।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশের হয়ে না খেলে আইপিএল খেলতে চাওয়ার ব্যাপারে ক্রিকফ্রেঞ্জির লাইভে সাকিব আল হাসান বলেছিলেন, ‘বারবার কথা উঠছে এই টেস্ট খেলা নিয়ে। আমি যখন ক্রিকেট বোর্ডকে চিঠিটা দিয়েছি… যারাই বলছে যে আমি টেস্ট ক্রিকেট খেলতে চাচ্ছি না বা খেলবো না- তাঁরা মনে হয় এই চিঠিটা পড়েনি। আমি আমার চিঠির কো জায়গায় উল্লেখ করিনি যে আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই না। আমি আমার সেই চিঠিতে উল্লেখ করেছি যে, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যে এই সময়টায় আইপিএল খেলতে চাই।’
তিনি আরো বলেছিলেন, ‘এরপর আকরাম ভাই স্পেশালি কয়েকবার বলেছেন যে, আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই না। মনে হয় গতকালও উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন। আমার ধারণা উনি আমার চিঠিটা হয়তো পড়েননি। তারা যে সিদ্ধান্ত টা নিয়েছে তা আলোচনা করেই নেয়া হয়েছে। তবে আমার মনে হয় উনি চিঠি টা পড়েননি।’
সাকিবের এমন মন্তব্যের পর এ ব্যাপারে আকরাম খান বলেন, ‘অনেক গুলো কথার মধ্যে একটা কথা শুনলাম যে সাকিব চিঠি দিয়েছে যে এবং আমি নাকি লেটার টা পড়িনি। ঠিক আছে আমি যেহেতু লেটার টা পড়িনি, ভুল বুঝতে পেরেছি যেটা ও টেস্ট ক্রিকেট খেলতে চাচ্ছে ওর কথায় সেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে কাল বা পরশু আমি বোর্ডের সবার সাথে আলাপ আলোচনা করে এই অনাপত্তি পত্রের ব্যাপারে আরো চিন্তা করবো। তার আগ্রহ থাকলে সে টেস্ট খেলবে, সে যাবে শ্রীলঙ্কা টেস্টে। আর বাকি সিদ্ধান্ত আমরা বিবেচনা করবো কি করা যায় না করা যায়।’
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com