টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগাররা নিজেদের পরিক্ষা করার একটি বড় সুযোগ পাচ্ছে। এ বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর আগে টাইগারদের সাথে ঘরের মাঠে খেলতে আসবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
আইসিসির সফর সূচি অনুযায়ী ৩ টি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশে আসবে ইংল্যান্ড জাতীয় দল। ইংল্যান্ডের পর পরই অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে। দুই দলের সফর কাছাকাছি হওয়ায় তাদের সাথে টাইগারদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে সিরিজ খেলবে টাইগাররা। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বুধবার গণমাধ্যম কে এমনটাই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে। ‘
তাই বলা যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালভাবেই প্রস্তুতি সারবে টিম বাংলাদেশ।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com