পৌঁছেছেন মঈন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথমবারের মতো বিপিএল খেলতে ঢাকায় এসেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি!

মাঠে গড়াচ্ছে বিপিএলের অষ্টম আসর। ইতিমধ্যে শেষ হয়ে গেছে ঢাকার ১ম পর্ব ও চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭টি, ফর্চুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ ঢাকা ৬টি, খুলনা টাইগার্স ৫টি এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স খেলেছে ৪টি করে ম্যাচ। আর বিপিএলের বাকি ম্যাচগুলোতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাতে ঢাকা এসে পৌঁছেছেন মঈন আলী।

মঈন আলীর ঢাকা এসে পৌঁছানোর খবরটি নিশ্চিত করে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এই তারকা ক্রিকেটার। বাকি ম্যাচগুলোতে কুমিল্লার জার্সি গায়ে দেখা যেতে পারে মঈনকে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ব্যস্ততার কারণে কুমিল্লার হয়ে প্রথম চার ম্যাচ খেলা হয়নি মঈনের। এবার সিরিজ শেষ করেই যোগ দিলেন বিপিএলে। নিজেদের পঞ্চম ম্যাচে আগামী ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যেখানে দেখা যেতে পারে এই ইংলিশ অলরাউন্ডারকে। এর আগে সরাসরি চুক্তিতে বিদেশি কোটায় মঈন আলীকে দলে নিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

বিপিএল আরও খবর…

মঈন আলীর ফ্র্যাইঞ্চাজি লিগ খেলার অভিজ্ঞতা দলের জন্য ভালো কিছুই বয়ে আনবে বলে বিশ্বাস কুমিল্লার। তিনি ছাড়াও দ্বিতীয় ম্যাচে দলে দেখা যেতে পারে ক্যারিবিয়ান সুনিল নারিনকে। এই দু’জন অলরাউন্ডারকে জায়গা করে দিতে দল থেকে বাদ যেতে পারেন ক্যামরন ডেলপোর্ট ও করিম জানাত। 

মূলত মঈন আলীর সাম্প্রতিক ফর্মও অসাধারণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩১ রান ও ৩ উইকেট শিকার করে হয়েছিলেন ম্যাচ সেরা। চতুর্থ ম্যাচে করেন ৬৩ রান ও নেন ২ উইকেট, এই ম্যাচেও হয়েছিলেন ম্যান অফ দ্যা ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ২টি ম্যাচ জয়েরই নায়ক ছিলেন তিনি।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

মঈন আলীর টি-টোয়েন্টি ক্যারিয়ার:

ম্যাচ –  ২৫০

রান – ৪৮৫৮

গড় – ১৯.৪

স্ট্রাইক রেট – ১৩৪.৫

উইকেট – ১৬৯

ইকোনোমি – ৭.৬৮

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top