বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর মাত্র বাকি আছে ৩ দিন। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট লিগ।
ক্রিকেটার ও স্টাফদের বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হবে। টেস্টের মাধ্যমে কয়েকজন ক্রিকেটার ও স্টাফের পজিটিভ এসেছে। তবে কতজন বা কারা আক্রান্ত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
করোনার এই হঠাৎ বৃদ্ধিতে বিপিএল নিয়ে হালকা অনিশ্চয়তা দেখা গেলেও এরই মধ্যে জার্সি উম্মোচন হয়েছে মিনিস্টার ঢাকা দলের। মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয় গুলগান ২ তে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে জার্সি উম্মোচন করে মিনিস্টার ঢাকা। স্বাস্থ্য বিধি মেনেই জার্সি উম্মোচনের অনুষ্ঠান আয়োজন করা হয় সীমিত পরিসরে।
জার্সি উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার ঢাকা টিমের স্বত্বাধিকারী ও মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ। এছাড়াও মিনিস্টার ঢাকা দলের খেলোয়াড় তামিম ইকবাল, রুবেল হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরাফাত সানি, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী এবং দলের হেড কোচ মিজানুর রহমান বাবুল, টিম ম্যানেজার সাইফুল ইসলাম ও লজিস্টিক ম্যানেজার আলিমুজ্জামান সজিব প্রমুখ।
আনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক নির্বাচন করে পুরো দলের তালিকা ঘোষনা করে। অনুষ্ঠানে মিনিস্টার ঢাকার লোগোও উম্মোচন হয়।
অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বিপিএল থেকে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে কথা বলেন রিয়াদ। তিনি বলেন, ” বিপিএল সবার জন্যই খুব দারুণ সুযোগ। প্রায় দুই বছর পর বিপিএল খেলছি আমরা। নিজেদের গ্রাউন্ডে ভালো খেলে এখন থেকেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পারব আমরা। ”
নিজের দল নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ। রিয়াদের দলে আছে তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা। একসঙ্গে প্রায় ১৪ বছর ধরে খেলছেন তারা। তাই অভিজ্ঞতার দিক দিয়েও অন্যান্য দলের তুলনায় অনেকটাই এগিয়ে আছে মিনিস্টার ঢাকা। দেশী প্লেয়ার ছাড়াও বাইরের তারকাও রয়েছে টিমে। অনেকেই ইতিমধ্যে যোগ দিয়েছেন মিনিস্টার ঢাকার সাথে বাকিরা শীঘ্রই এসে যোগ দিবে।
মিনিস্টার ঢাকার হয়ে এবারের আসলে যোগ দিচ্ছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন এই তারকা। লঙ্কান অলরাউন্ডার ইসুরু উদানাও একই দিনে ঢাকায় এসে পৌঁছেছেন।
এবারের বিপিএলের ঢাকার স্কোয়াড :
মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা , রুবেল হোসেন, ইসুরু উদানা, আন্দ্রে রাসেল , কায়েস আহমেদ , নজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম চৌধুরী ,ফজল হক ফারুকী ,মোহাম্মদ শাহজাদ , আরাফাত সানি, নাঈম শেখ, ইমরান উজ জামান, ইবাদত হোসেন চৌধুরী , রিশাদ হোসেন, শফিউল ইসলাম , শামসুল রহমান এবং জহুরুল ইসলাম।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com