bpl 2022

বিপিএল ২০২২ এর দলগুলোর টিম প্রিভিউ!

প্রথমেই কথা বলা যাক এবারের বিপিএলের সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন দল মিনিস্টার ঢাকার ব্যাপারে । বিপিএলের এবারকার আসরে ঢাকা দলের অংশগ্রহণ নাটকীয়তায় পরিপূর্ণ ছিল। বিপিএলে অন্যান্যবারের মতো এবারও ঢাকার সমর্থকরা আশা করেছিলেন ঢাকা দলের মালিকানায় থাকবে বেক্সিমকো গ্রুপ।

কিন্তু অন্তর্গত কিছু কারণে এবারে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা নেয়নি বেক্সিমকো। পরে ঢাকা দলের মালিকানা গ্রহণ করে রূপা এন্ড মার্ন গ্রুপ। কিন্তু প্লেয়ার ড্রাফটের আগেরদিন জানানো হয় যে, সব শর্ত সময় মতো পূরণ করতে না পারায় ঢাকার মালিকানা নিতে চাওয়া প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে।

তাই ঢাকা দলের হয়ে ড্রাফটে খেলোয়াড় গোছানোর কাজ করে খোদ বিসিবি। সেখান থেকে তারা দলে ভেড়ায় অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল, মাশরাফি বিন মোর্তজা, রুবেল হোসেন, নাঈম শেখ, আফগানিস্তানের ফাজলে হক ফারুকি ও মোহাম্মদ শেহজাদের মতো ক্রিকেটারদের।

ড্রাফটের আগে তারা সরাসরি চুক্তিতে দলে নেয় বাংলাদেশ জাতীয় টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, কাইস আহমেদ ও নাজিবুল্লাহ জাদরান। অবশেষে ঢাকা দলের নতুন মালিকানা ভার গ্রহণ করে মিনিস্টার গ্রুপ। আসরে মিনিস্টার ঢাকাকে ক্যাপ্টেন হিসেবে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মিনিস্টার ঢাকা স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মাশরাফি বিন মোর্তজা, রুবেল হোসেন, শুভাগত হোম, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন, ইমরানুজ্জামান, রিশাদ হোসেন, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), কাইস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), ফাজলে হক ফারুকি (আফগানিস্তান)। 

বিপিএলের আরেক দল হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আগে ২ বার বিপিএলের শিরোপা নিজেদের ঘরে তুলেছে। এবার তারা মাঠে নামবে ৩য় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। বিপিএলের প্লেয়ার ড্রাফটের আগে তারা সরাসরি চুক্তিতে দলে নেয় জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান, ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন, ইংলিশ অলরাউন্ডার মঈন আলী এবং প্রথমবারের মতো বিপিএলে খেলার অপেক্ষায় থাকা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস।

তাছাড়া ড্রাফট থেকে ভিক্টোরিয়ান্সরা বেছে নেয় ইমরুল কায়েস, লিটন দাস, ওশান থমাস, কুশল মেন্ডিসের মতো অন্যন্যা দেশি-বিদেশি ক্রিকেটারদেরকে। ৮ম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন এবং ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টিভ রোডস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড:

মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, লিটন দাস, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, আবু হায়দার রনি, আরিফুল হক, নাহিদুল ইসলাম, সুমন খান, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, মঈন আলী (ইংল্যান্ড), ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), ওশান থমাস (ওয়েস্ট ইন্ডিজ), ক্যামরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), কারিম জানাত (আফগানিস্তান)।

বঙ্গবন্ধু বিপিএল ২০২২ এর অন্যতম ফেভারিট দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পূর্বের আসরে অংশগ্রহণ করার অভিজ্ঞতা নিয়ে এবারও বিপিএলে অংশ নিচ্ছে আখতার গ্রুপের মালিকানায় থাকা বন্দর নগরীর দলটি। বিপিএলকে সামনে রেখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সম্পূর্ণ তারুণ্য নির্ভর একটি দল গড়েছে। প্লেয়ার ড্রাফটের আগে তারা সরাসরি দলে নেয় স্পিনার নাসুম আহমেদ, ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল, ক্যারিবিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান কেনার লুইস ও উইল জ্যাক্স।

এবারের আসরে চট্টগ্রাম দলকে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের ক্যাপ্টেন আকবর আলী। বিদেশি ক্রিকেটার ও তারুণ্যর মিশেলে বেশ ভারসাম্যপূর্ণ দলই গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গতবারের ন্যায় এবারও চ্যালেঞ্জার্স কোচ হিসেবে দেখা যাবে পল নিক্সনকে। বোলিং কোচ হিসেবে থাকছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শন টেইট।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড:

আকবর আলী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, মুকিদুল ইসলাম মুগ্ধ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাঈম ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, রেজাউর রহমান রাজা, এনামুল হক জুনিয়র, জাকির হাসান, কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), বেনি হাওয়েল (ইংল্যান্ড), উইল জ্যাক্স (ইংল্যান্ড), চ্যাডউইক ওয়াল্টন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ)।

এবারের বিপিএলের সম্পূর্ণ নতুন এক দল ফর্চুন বরিশাল। এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণ করেছিল দলটি। ২০১৬ বিপিএল সিজনের পর বিপিএলের টানা ৩ আসরে ছিল না বরিশালের কোনো দল। কিন্তু অষ্টম আসরে এসে ফর্চুন গ্রুপের মাধ্যমে আবারও বিপিএলে ফিরে এসেছে বরিশালের দল। ফর্চুন বরিশাল সরাসরি চুক্তিতে সই করিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

তাছাড়া বিদেশি কোটায় তারা দলে নেয় মুজিব উর রহমান ও ইউনিভার্স বস ক্রিস গেইলকে। ড্রাফট থেকে তারা সই করিয়েছে নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাক্কয়, আলজারি জোসেফের মতো ক্রিকেটারদের। ফর্চুন বরিশালের কোচ হিসেবে আছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

ফর্চুন বরিশাল স্কোয়াড:

সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, মুনিম শাহরিয়ার, তাইজুল ইসলাম, ইরফান শুক্কুর, সালমান হোসেন ইমন, নাঈম হাসান, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), মুজিব উর রহমান (আফগানিস্তান), ওবেদ ম্যাক্কয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), জ্যাকব লিননট (ইংল্যান্ড)।

বিপিএলের অষ্টম আসরে খুলনার প্রতিনিধিত্ব করবে গত বিপিএলের রানার্সআপ খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স দলের মালিকানায় রয়েছে মাইন্ডট্রি লিমিটেড। খুলনা টাইগার্স এবার সরাসরি চুক্তিতে সর্বপ্রথম দলে নেয় তাদের গত আসরের ক্যাপ্টেন মুশফিকুর রহিমকে।

মুশফিক ছাড়াও খুলনার সাথে সরাসরি চুক্তি করেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, ভানুকা রাজাপাকসে ও আফগান পেসার নাভিন উল হক। প্লেয়ার্স ড্রাফট থেকে তারা দলে ভিড়িয়েছে শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সেক্কুগে প্রসন্ন, সিকান্দার রাজার মতো খেলোয়াড়দের। খুলনা টাইগার্সের হেড কোচের দায়িত্বে থাকবেন ল্যান্স ক্লুজনার।

খুলনা টাইগার্স স্কোয়াড:

মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, নাবিল সামাদ, জাকের আলি অনিক, সোহরাওয়ার্দী শুভ, মোহাম্মদ শরিফুল্লাহ, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), নাভিন উল হক (আফগানিস্তান)।

এবারের বিপিএলে দর্শকদের আলোচনার বাইরে থাকা দলটি হলো সিলেট সানরাইজার্স। প্রায় সময়ই সমর্থকদের সমালোচনার কেন্দ্রে থাকা খেলোয়াড়গুলোকে দলে নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে সিলেট সানরাইজার্স। সিলেট দলটি সরাসরি চুক্তিতে একমাত্র দেশি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে জাতীয় দলের পেস বোলার তাসকিন আহমেদকে।

বিদেশি কোটায় সিলেট দলে নেয় কেসরিক উইলিয়ামস ও দীনেশ চান্দিমালকে। প্লেয়ার্স ড্রাফটে সিলেট বেছে নেয় মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, মুক্তার আলী, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী ও অলক কাপালির মতো দেশি ক্রিকেটারদের। সিলেট সানরাইজার্সের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার মারভিন ডিল্লন।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com


সিলেট সানরাইজার্স স্কোয়াড:

তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, মুক্তার আলী, অলক কাপালি, জুবায়ের হোসেন, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, সাফিউল হায়াত, সানজামুল ইসলাম, কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা), রাভি বোপারা (ইংল্যান্ড), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), সিরাজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), ডেভন থমাস (ওয়েস্ট ইন্ডিজ), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top