শীতে মুখের যত্ন ঠিক রাখা জরুরি। এসময় বিভিন্ন ময়েশ্চারাইজার ব্যবহারের পাশাপাশি আরো কিছু জিনিস খেয়াল রাখতে হয়।
শীতে ত্বকের যত্ন নিতে ৭টি ঘরোয়া টিপস ভিডিও তে দেখতে এখানে ক্লিক করুন
শীতে মুখের যত্ন – ত্বক ঠিক রাখতে জেনে নিন গুরুত্বপূর্ণ ৬টি টিপস।
১) শীতে মুখের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত ত্বক পরিষ্কার করুন। অনবরত মুখ ধৌত করুন।
২) শুষ্কতা দূর করতে ঠান্ডা দুধ তুলায় নিয়ে গোটা মুখে স্ক্রাব করতে পারেন৷
৩) নিয়মিত স্ক্রাবিং শীতকালে মুখের আর্দ্রতা বাড়িয়ে তোলে। তাই সপ্তাহে অন্তত ৩ দিন মুখে হালকা স্ক্রাব ব্যবহার করুন।
আপনার মনে কোন প্রশ্ন থাকলে এখানে করুন!
৪) রাতে ঘুমানোর আগে নিয়মিত টোনিং করুন। তবে অবশ্যই হালকা টোনার ব্যবহার করতে হবে।
৫) আমন্ড অয়েল, অলিভ অয়েল অথবা ভালো পেট্রোলিয়াম দিয়ে নিয়মিত ত্বককে ময়েশ্চারাইজ করুন।
৬) পর্যাপ্ত পানি পান করুন ও নিজেকে হাইড্রেটেড রাখুন। শীতে যথেষ্ট পরিমাণে পানি পান না করার কারণে ত্বকের উজ্জ্বলতা কমে যেতে পারে।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com