বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর চলছে। আজকে সপ্তম ও অষ্টম ম্যাচ অনুষ্ঠিত হবে। সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজার্স।
মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতলে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিলেট। সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলে সাফল্য এনো দেয় বোলাররা।
দুই অপেনার মোহাম্মদ শাহজাদ ৭ বলে ৫ এবং তামিম ইকবাল ৫ বলে মাত্র ৩ করে সাজঘরে ফিরলে চাপে পরে যায় ঢাকা। নাঈম শেখ ও জহুরুল ইসলাম ধীর গতিতে খেলতে শুরু করে। তাও বেশীক্ষণ স্থায়ী হয় না জহুরুল। ১০ বলে ৪ রান করে বিদায় নেয়। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নেমে রান তুলতে শুরু করেন। কিন্তু তাকে সঙ্গ দিতে পারছিলেন না আপর প্রান্তে থাকা নাঈম।
বিপিএল এর আরও খবর…
নাঈম ৩০ বলে মাত্র ১৫ রান করে সাজঘরে ফিরলে মাঠে নামেন আন্দ্রে রাসেল। কিন্তু রানের খাতা খোলার আগেই তার উইকেটও তুলে নেয় নাজমুল ইসলাম অপু। ২৬ বলে ৩৩ রানের ইনিংস খেলে রিয়াদও থেমে যায়। তারমধ্যে ছিল তিনটি চার।
শেষের দিকে শুভাগতের ১৬ বলে ২১ এবং রুবেলের ৬ বলে ১২ রানের ইনিংসে ৩ অঙ্কের রানের স্পর্শ পায় ঢাকা। ১৮.৪ বলে মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায় ঢাকা।
আজ টি-টুয়েন্টি ক্যারিয়ারের সেরা ফিগারের দেখা পান নাজমুল ইসলাম অপু। মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও সোহাগ গাজী যথাক্রমে ৩ টি ও ২ টি করে উইকেট নেন।
মাত্র ১০০ রান তাড়া করতে মাঠে নামে সিলেট সানরাইজার্স। অল্প টার্গেট হওয়ায় চাপও ছিল না তেমন। পাওয়ার-প্লে তে বড় শটস খেলতে গিয়ে রুবেল হোসেনের তালুবন্দি হন লেন্ডেনল সিমন্স। ৪০২ দিন পর কোন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নেমেই দলের হয়ে প্রথম উইকেট নেন মাশরাফি।
এনামুল হক বিজয় তার সঙ্গী হারালেও রানের চাকা সচল রাখেন। অপরদিকে তাকে মোহাম্মদ মিঠুন তার সাথে তাল দিয়ে চলতে থাকে। দুজনে মিলে দলীয় ৫০ রান পার করে। তবে দলীয় ৫৯ রানে মিঠুনকে সাজঘরে পাঠায় হাসান মুরাদ।
মিঠুনের বিদায়ের পর মাঠে নামে কলিন ইনগ্রাম। এই জুটি সিলেটকে নিয়ে যায় একেবারে জয়ের কাছে। জয় থেকে যখন মাত্র ২ রান দূরে তখন বড় শট খেলতে গিয়ে তামিমের তালুবন্দি হন বিজয়। মাঠে নামে রবি বোপারা। ১ বল খেলে কোন রান পাননি তিনি। শেষ রানটি আসে ইনগ্রামের ব্যাট থেকেই। ১৯ বলে ২১ রান করেন ইনগ্রাম।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
সংক্ষিপ্ত স্কোর :
মিনিস্টার ঢাকা – ১০০/১০ (১৮.৪)
মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ (২৬), শুভাগত হোম ২১(১৬)
নাজমুল ইসলাম ৪/১৮ (৪), তাসকিন আহমেদ ৩/২২, (২.৪সোহাগ গাজী ২/১৭ (৪)
সিলেট – ১০১/৩ (১৭)
এনামুল হক বিজয় ৪৫ (৪৫), কলিন ইনগ্রাম ২১(১৯), মাশরাফি ২/২১ (৪), হাসান মুরাদ ১/৩১ (৪)