আফিফ ও সোহনের যথাক্রমে অপরাজিত ৩৭ ও ২২ রানের সুবাদে ৮ বল হাতে থাকতেই জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেলো টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর
টস : অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া : ১২১/৭ (২০-ওভার)
মার্শ ৪৫, হেনরিকস ৩০
মুস্তাফিজুর ২৩/৩, শরিফুল ২৭/২, মেহেদী হাসান ১২/১, সাকিব আল হাসান ২২/১
বাংলাদেশ : ১২৩/৫ (১৮.৪-ওভার)
আফিফ হোসেন ৩৭*, সাকিব আল হাসান ২৬, মেহেদী হাসান ২৩, নুরুল হাসান সোহান ২২*
হ্যাজলউড ১৬/১, অ্যাগার ১৭/১
ফলাফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়লাভ করেছে।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
ক্রিকেট নিয়ে আরও পড়ুন…