Asia Cup 2023 Squad Update

এশিয়া কাপের জন্য ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নবাগত নেপালের দল ঘোষণা! (Asia Cup 2023 Squad Update)

পাকিস্তান ও নেপালের উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের ১৬তম আসরের। এশিয়া কাপের জন্য সর্বপ্রথম দল হিসেবে যথাক্রমে স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ও বাংলাদেশ। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিজেদের পূর্ণ শক্তির দল ঘোষণা করে উভয় দল।

পাকিস্তান ও বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করলেও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা বাকি ছিল অংশগ্রহণকারী বাকি ৪ দল: ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপালের। এরপর গত ১৪ আগস্ট নেপাল, গত ২০ আগস্ট ভারত এবং গতকাল আফগানিস্তান ও শ্রীলঙ্কা এশিয়া কাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করে।

রোহিত শর্মার অধীনে ভারতের ১৭ সদস্যের দল ঘোষণা (India Squad)

এশিয়া কাপের ওয়ানডে ও টি টোয়েন্টি ফর্ম্যাট মিলে এখন পর্যন্ত আয়োজিত ১৫ আসরের মধ্যে সবচেয়ে সফলতম দল ভারত। ১৫টি আসরের মধ্যে ৭টি শিরোপা জয় করা “মেন ইন ব্লু”-র এবারের লক্ষ্য ৮ম শিরোপা জয়। যেখানে, বিসিসিআই কর্তৃক ঘোষিত ১৭ সদস্যের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটসম্যান তিলক ভার্মা ও পেসার প্রসিধ কৃষ্ণা। কিন্তু দলে জায়গা হয়নি অন্যতম অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান, স্পিনার যুজবেন্দ্র চাহাল ও রাবিচন্দ্রন অশ্বিন এবং পেসার ভুবনেশ্বর কুমারের।

স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রাবিন্দ্র জাদেজা, ইশান কিশান, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, প্রসিধ কৃষ্ণা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার স্কোয়াড (Sri Lanka Squad)

টি টোয়েন্টি ফর্ম্যাটে অনুষ্ঠিত ২০২২ এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। শিরোপা ধরে রাখার মিশনে এবারের এশিয়া কাপে অংশ নিতে যাওয়া শ্রীলঙ্কার স্কোয়াডে নেই দলের অন্যতম কয়েকজন তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো ও লাহিরু কুমারা। তাদের ছাড়াই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এছাড়াও দলে জায়গা হয়নি ভানুকা রাজাপাক্সা, এ্যাঞ্জেলো মেথ্যুস ও চামিকা কারুনারত্নেদের মতো অভিজ্ঞদের।

স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসানকা, দিমুথ কারুনারত্নে, কুশাল জানিত পারেরা, কুশাল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, সাদিরা সামাউইকরামা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমান্ত, দুনিত ওয়াল্লালাগে, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিতা, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা।

১ম শিরোপা জয়ের লক্ষ্যে আফগানিস্তানের স্কোয়াড ঘোষণা (Afghanistan Squad) 

২০১৪ সালে প্রথমবারের মতো এশিয়া কাপে অংশগ্রহণ করে আফগানিস্তান। এরপর এখন পর্যন্ত ৩ বার এশিয়া কাপে খেললেও প্রতিবারই ৪র্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আফগানদের। কিন্তু, এবার রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান ও রহমানুল্লাহ গুরবাজের মতো অভিজ্ঞদের পাশাপাশি নুর আহমেদ, রিয়াজ হাসানদের মতো তরুণদের নিয়ে ভালো কিছু করতে আশাবাদী কোচ জোনাথান ট্রট। 

স্কোয়াড: হাসমাতুল্লাহ শহিদী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, গুলবাদিন নাইব, কারিম জানাত, আব্দুল রহমান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজল হক ফারুকি, ইকরাম আলিখিল, শরফউদ্দিন আশরাফ, মোহাম্মদ সেলিম।

এশিয়া কাপে প্রথমবার অভিষেক হতে যাওয়া নেপাল দলের স্কোয়াড (Nepal Squad) 

এবারের এশিয়া কাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে নেপাল। এশিয়ান কোয়ালিফায়ার উতরে আসা দলটি গ্রুপ পর্বে লড়বে ভারত ও পাকিস্তানের মতো দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। টুর্নামেন্টে নতুন হলেও ভালো খেলার প্রত্যাশা নিয়েই এশিয়া কাপে অংশ নিতে সর্বপ্রথম দল হিসেবে পাকিস্তান পৌঁছেছে নেপাল ক্রিকেট দল। 

স্কোয়াড: রোহিত কুমার পৌডেল (অধিনায়ক), মাহামাদ আসিফ শেখ, কুশাল ভুরটেল, লালিত নারায়ণ রাজবংশী, ভিম শাকরি, কুশাল মাল্লা, দিপেন্দ্র সিং আইরা, সন্দীপ লামিচানে, কারান এলসি, গুলশান কুমার জাহ, মোহাম্মদ আরিফ শেখ, সোমপাল কামি, প্রতিশ জিসি, কিশোর মাহাতো, সুন্দিপ জোরা, আর্জুন সৌদ, শাম দাকাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top