মিরপুরে ৫ ম্যাচ T-20 সিরিজের ৩য় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫২ রানে পরাজিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে কিউইরা ছন্দে ফিরে আসলেও এখন সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। নিজেদের ঘরের মাঠে T-20 তে ১৩০ রানের কম তাড়া করতে নেমে প্রথমবারের মতো পরাজয় বরণ করল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
টস : নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড : ১২৮/৫ (২০ ওভার) – নিকোলস ৩৬*, ব্লানডেল ৩০*, রবীন্দ্র ২০, ইয়ং ২০, অ্যালেন ১৫
সাইফউদ্দিন ২৮/২, রিয়াদ ১০/১, মেহেদী ২৭/১, মুস্তাফিজ ২৯/১
বাংলাদেশ : ৭৬/১০ (১৯.৪ ওভার) – মুশফিক ২০*, লিটন ১৫
এজাজ ১৬/৪, ম্যাককোঞ্চি ১৫/৩
ফল : নিউজিল্যান্ড ৫২ রানে জয়লাভ করেছে।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
ক্রিকেট নিয়ে আরও পড়ুন…