ক্রিকফ্রেঞ্জির সাথে ২০ তারিখ (শনিবার) ফেসবুক লাইভে এসেছিলেন সালিব আল হাসান। অতীত, বর্তমান এবং ক্রিকেটের ভবিষ্যত নিয়ে নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
এমন কি সাকিব জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে তিনি যত ভাল কাজ করবেন তা আর কেউই করতে পারবে না। ক্রিকফ্রেঞ্জির ফেসবুক লাইভে সাকিব বলেন, ‘যদি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ কোন পদে যাই কখনো আমার কাছে মনে হয় আমি যত ভাল কাজ করতে পারবো তা বাংলাদেশে আর কেউ করতে পারবে না।’
এরপর তিনি আরো জানান, ‘আমি এটা জানি যে আমিই হবো বিসিবির ইতিহাসের সেরা প্রেসিডেন্ট এবং আমি এটা খুব ভাল ভাবেই বিশ্বাস করি যে আমার পক্ষে সেটা সম্ভব।’
দেশের বাইরেও এই রকম অনেক উদাহরণ রয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্রায়েম স্মিথ হলেন দক্ষিণ আফ্রিকার বর্তমান ক্রিকেট পরিচালক। ভারতের একসময়ের সাবেক অধিনায়ক সৌরভ গাঙগুলি বর্তমানে বিসিসআইয়ের সভাপতি।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com