ক্যারিবিয়ান-দের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মমিনুল হক।
ওপেনিংয়ে শুরুটা ভাল হয় নি তামিম ও সাদমানের। অভিজ্ঞ কেমার রোচের ফাঁদে পড়ে মাত্র ৯ রান করেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ওপেনিং জুটি তে মাত্র ২৩ রান তুলতে সক্ষম হোন তামিম ও সাদমান।
২৪ তম ওভারে মাত্র ২৫ রান করে সাজঘরে ফেরেন নাজমুল হাসান শান্ত। দুই ব্যাটসম্যান সাদমান ও শান্ত এর ভুল বোঝাবুঝিতে আউট হতে হয় ৩ নাম্বারে ব্যাটিং করতে নামা শান্ত কে।
বিরতির আগে স্বাগতিকদের সংগ্রহঃ
বাংলাদেশ: ৬৯/২ (২৯ ওভার) (সাদমান ৩৩*, শান্ত ২৫, মমিনুল ২*)
দুই দলের একাদশঃ
চার স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের সাথে বোলিং আক্রমণে যোগ দিবেন তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং মেহেদী হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজ দলে আজ ৩ জন খেলোয়াড়ের অভিষেক হলো। কাইল মায়ার্স, এনক্রুমাহ বোনার এবং শেন মোসল আজ প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে।
বাংলাদেশ একাদশ: ১) তামিম ইকবাল, ২) সাদমান ইসলাম, ৩) নাজমুল হোসেন শান্ত, ৪) মমিনুল হক (অধিনায়ক), ৫) মুশফিকুর রহিম, ৬) সাকিব আল হাসান, ৭) লিটন দাস (উইকেটরক্ষক), ৮) মেহেদী হাসান মিরাজ, ৯) নাঈম হাসান, ১০) তাইজুল ইসলাম এবং ১১) মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ১) ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), ২) জন ক্যাম্পবেল, ৩) এনক্রুমাহ বোনার, ৪) জার্মেইন ব্ল্যাকউড, ৫) জসুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), ৬) শেন মোসলে, ৭) কাইল মায়ার্স, ৮) রাকিম কর্নওয়াল, ৯) জোমেল ওয়ারিকেন, ১০) কেমার রোচ এবং ১১) শ্যানন গ্যাব্রিয়েল।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com