বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানঅডে তে বাংলাদেশের পক্ষে কোন ব্যাটসম্যানই ভালো করতে পারেনি। যা একটু আশার আলো দেখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু সতীর্থদের মত তিনিও ধৈর্যের পরীক্ষায় ব্যর্থ হয়েছেন।
তবে মাহমুদুল্লাহ রিয়াদ টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি প্যাভিলিয়নে ফিরলেন ২৭ রান সংগ্রহ করে।

এছাড়াও মুশফিকুর রহিম করেন ২৩ রান করেন। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বাংলাদেশ মাত্র ১৩১ রানে অলআউট হয়। নিউজিল্যান্ডের পক্ষে ৪ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। মিচেল স্যান্টনার এবং জেমস নিশাম নিয়েছেন দুটি করে উইকেট। ম্যাট হেনরি নেন ১ টি উইকেট।
শুরু থেকেই গতি, সুইং এবং বাউন্স দিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের চাপের মুখে রেখেছিলেন ট্রেন্ট বোল্ট। প্রথম কয়েক ওভার দেখেশুনে খেললেও পঞ্চম ওভারে বোল্টের সুইং সামলাতে পারেন নি সৌম্য সরকার ও তামিম ইকবাল। প্রথম পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড ২ উইকেট নিতে সক্ষম হলেও তারপর অপর প্রান্তে থাকা লিটন দাসকে (১৯) প্যাভিলিয়নে ফেরান নিশাম।
মুশফিকুর রহিম মাঠে নেমে স্বাভাবিক ব্যাটিং করতে পারেন নি। বেশ কয়েকবার ব্যাটে-বলে মেলাতে ব্যর্থ হন তিনি। তারপরও ধৈর্য্য ধরে খেলছিলেন মুশফিকুর। তার ৩৯ তম বলে ফ্রি হিটে নিশাম কে বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর আশ্বাসও দিয়েছিলেন।
কিন্তু এরপরে নিশামের বলে গাপটিল কে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। ৬৯ রানে ৪ উইকেট হারানো টাইগাররা আর বিপদের সম্মুখীন হয় মোহাম্মদ মিঠুনের রান আউটে। মাহমুদুল্লাহ দেখেশুনে খেললেও ২৭ রান করেই থামতে হয় তাকে। মেহেদী হাসান মিরাজ মাঠে নেমে বেশিক্ষণ থাকতে পারেন নি।
শেষে হা্সান মাহমুদ এবং তাসকিনকে আউট করে টাইগারদের ১৩১ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন ট্রেন্ট বোল্ট। ১ রান নিয়ে অপরাজিত থাকেন মুস্তাফিজুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: (৪১.৫ ওভার) – ১৩১ অল আউট (মাহমুদউল্লাহ-২৭, মুশফিক – ২৩) (নিশাম ২/২৭, বোল্ট ৪/২৭)
বাংলাদেশ একাদশ: ১) তামিম ইকবাল (অধিনায়ক), ২) লিটন দাস, ৩) সৌম্য সরকার, ৪) মুশফিকুর রহিম, ৫) মোহাম্মদ মিঠুন, ৬) মাহমুদউল্লাহ রিয়াদ, ৭) মেহেদী হাসান মিরাজ, ৮) শেখ মেহেদী, ৯) মুস্তাফিজুর রহমান, ১০) তাসকিন আহমেদ, ১১) হাসান মাহমুদ।
নিউজিল্যান্ড একাদশ: ১) টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ২) মার্টিন গাপটিল, ৩) ডেভন কনওয়ে, ৪) হেনরি নিকলস, ৫) উইল ইয়ং, ৬) জিমি নিশাম, ৭) ড্যারিল মিচেল, ৮)মিচেল স্যান্টনার, ৯) ম্যাট হেনরি, ১০) কাইল জেমিসন ও ১১) ট্রেন্ট বোল্ট।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com