বাংলাদেশ ও আফগানিস্থান প্রতিটা ফর্মেটেই বেশ অনেকবার মুখোমুখি হয়েছে। তাদের জয় পরাজয়ের পরিসংখ্যান –
ফর্মেট | মোট ম্যাচ | বাংলাদেশের জয় | বাংলাদেশের জয়ের হার (%) | আফগানিস্থানের জয় | আফগানিস্থানের জয়ের হার (%) |
টি টুয়েন্টি | ০৯ | ০৩ | ৩৩.৩৪ | ০৬ | ৬৬.৬৬ |
ওয়ান-ডে | ১১ | ০৭ | ৬৩.৬৩ | ০৪ | ৩৬.৩৭ |
টেস্ট | ০১ | ০০ | ০০ | ০১ | ১০০ |
Table of Contents
টি টুয়েন্টি পরিসংখ্যানে বাংলাদেশ বনাম আফগানিস্থান – T20 Stats Bangladesh vs Afghanistan
বাংলাদেশ ও আফগানিস্থানের টি টুয়েন্টিতে এই পর্যন্ত দেখা হয়েছে মোট ০৯ বার। এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র ০৩ ম্যাচে। জয়ের হার ৩৩.৩৪%। অপরদিকে আফগানিস্থানের জয় ৬ ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে তাদের জয়ের হার ৬৬.৬৬%। টি টুয়েন্টিতে বাংলাদেশ ও আফগানিস্থানের প্রথম দেখা হয় ১৫ মার্চ ২০১৪ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সর্বশেষ দেখা হয় ৩০ আগস্ট ২০২২ শারজাহ্ ক্রিকেট স্টেডিয়ামে।
মোট ম্যাচ | ০৯ |
বাংলাদেশের জয় | ০৩ |
আফগানিস্থানের জয় | ০৬ |
বাংলাদেশের জয়ের হার (%) | ৩৩.৩৪% |
আফগানিস্থানের জয়ের হার (%) | ৬৬.৬৬% |
ড্র | ০০ |
ড্রয়ের হার (%) | ০. ০০% |
হোম গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – আফগানিস্থান) | ০৩ – ০০ |
এওয়ে গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – আফগানিস্থান) | ০০ – ০২ |
নিউট্রাল গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – আফগানিস্থান) | ০০ – ০৪ |
প্রথম ম্যাচ | ১৫ মার্চ ২০১৪ |
শেষ ম্যাচ | ৩০ আগস্ট ২০২২ |
ওয়ানডে পরিসংখ্যানে বাংলাদেশ বনাম আফগানিস্থান – Bangladesh vs Afghanistan ODI Stats
ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্থান মুখোমুখি হয়েছে এই পর্যন্ত মোট ১১ বার। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৭ ম্যাচে। বাংলাদেশের জয়ের হার ৬৩.৬৩%। অপর দিকে মোট ১১ ম্যাচে আফগানিস্থান জয় পেয়েছে ৪ ম্যাচে। তাদের জয়ের হার ৩৬.৩৭%। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ও আফগানদের সর্বশেষ সাক্ষাৎ হয় ২৮ ফেব্রুয়ারি, ২০২২ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
মোট ম্যাচ | ১১ |
বাংলাদেশের জয় | ০৭ |
আফগানিস্থানের জয় | ০৪ |
বাংলাদেশের জয়ের হার (%) | ৬৩.৬৩% |
আফগানিস্থানের জয়ের হার (%) | ৩৬.৩৭% |
ড্র | ০০ |
ড্রয়ের হার (%) | ০. ০০% |
হোম গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – আফগানিস্থান) | ০৪ – ০০ |
এওয়ে গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – আফগানিস্থান) | ০০ – ০১ |
নিউট্রাল গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – আফগানিস্থান) | ০৩ – ০১ |
শেষ ম্যাচ | ২৮ ফেব্রুয়ারি, ২০২২ |
টেস্ট পরিসংখ্যানে বাংলাদেশ বনাম আফগানিস্থান – Bangladesh vs Afghanistan Test Stats
বাংলাদেশ ও আফগানিস্থানের টেস্টে মাত্র একবারই দেখা হয়েছে। সেটায় ২২৪ রানের বিশাল জয় পায় আফগানিস্থান।
পরবর্তী ম্যাচের পর্যালোচনা
যেহেতু টেস্ট কেবল একটি মাত্র ম্যাচ হয়েছে সেটা থেকে কোন সম্ভাবনা বের করা প্রায় অসম্ভব। তবে টেস্টে দু’দলের মধ্যে বেশ ভালো রকম লড়াই হবে।
টি টুয়েন্টি পরিসংখ্যানে বেশ এগিয়ে আছে আফগানরা। বাংলাদেশের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচের পরে বাংলাদেশও বেশ উন্নতি করেছে। আফগানিস্থানও বেশ কিছু দিক দিয়ে এগিয়ে আছে।
ওয়ানডে ফরম্যাটে বেশ অনেক এগিয়ে আছে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচে জেতার সম্ভাবনা টাইগারদেরই বেশি। আসন্ন ওয়ানডে ওয়ার্ল্ডকাপে আফগানদের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা বেশ অনেকটাই বেশি টাইগারদের।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ বনাম আফগানিস্তান – ODI World Cup 2023 Bangladesh vs Afghanistan
আগামী আগস্টে অনুষ্ঠিত ওয়ানডে ওয়ার্ল্ডকাপে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্থান। পরিসংখ্যানের দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ। তাছাড়া বর্তমানে দলের অবস্থাও অনেক ভালো। ফর্মে ফিরে এসেছে অনেক ক্রিকেটার। আফগানিস্থানও ভালো করছে ওয়ানডেতে। তবে সব মিলিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি।