বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশ হলেও ক্রিকেটে রয়েছে চরম প্রতিদ্বন্দ্বিতা। ক্রিকেটের প্রতিটা ফরম্যাটেই অসংখ্যবার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ ও ইন্ডিয়ার প্রতিটি ফরম্যাটে জয় ও পরাজয়ের পরিসংখ্যান –
ফরম্যাট | মোট ম্যাচ | বাংলাদেশের জয় | বাংলাদেশের জয়ের হার (%) | ইন্ডিয়ার জয় | ইন্ডিয়ার জয়ের হার (%) |
টি টুয়েন্টি | ১২ | ০১ | ৮.৩৩ | ১১ | ৯১.৬৭ |
ওয়ানডে | ৩৯ | ০৭ | ১৮.৪৩ | ৩১ | ৮১.৫৭ |
টেস্ট | ১৩ | ০০ | ০০ | ১১ | ৮৪.৬১ |
Table of Contents
টি টুয়েন্টি পরিসংখ্যানে বাংলাদেশ বনাম ভারত – T20 Stats Bangladesh vs India
ইন্টারন্যাশনাল স্টেজে এই পর্যন্ত টি টুয়েন্টিতে মোট ১২ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে মাত্র ১ বার জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের হার মাত্র ৮.৩৩%। অপরদিকে বাকি ১১ বার জয় পেয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার জয়ের হার ৯১.৬৭%। টি টুয়েন্টিতে বাংলাদেশ কখনোই তেমন সুবিধা করতে পারেনি ইন্ডিয়ার বিপক্ষে। টি টুয়েন্টিতে বাংলাদেশ ও ইন্ডিয়ার সর্বশেষ দেখা হয় ২ নভেম্বর, ২০২২। সুপার ১২ এর ম্যাচে ৫ রানে জয় পায় ইন্ডিয়া।
মোট ম্যাচ | ১২ |
বাংলাদেশের জয় | ০১ |
ইন্ডিয়ার জয় | ১১ |
বাংলাদেশের জয়ের হার (%) | ৮.৩৩ |
ইন্ডিয়ার জয়ের হার(%) | ৯১.৬৭ |
ড্র | ০০ |
ড্রয়ের হার (%) | ০০ |
হোম গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – ইন্ডিয়া) | ০০ – ০৩ |
এওয়ে গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – ইন্ডিয়া) | ০১ – ০৩ |
নিউট্রাল গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – ইন্ডিয়া) | ০০ – ০৫ |
সর্বশেষ ম্যাচ | ২ নভেম্বর, ২০২২। টি টুয়েন্টি ওয়ার্ল্ডকাপ |
ওয়ানডে পরিসংখ্যানে বাংলাদেশ বনাম ভারত – ODI Stats Bangladesh vs India
বাংলাদেশ ও ইন্ডিয়া ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হয়েছে মোট ৩৯ বার। বড় বড় অনেক ম্যাচে বাংলাদেশ অসাধারণ খেললেও শেষ পর্যন্ত খারাপ আম্পায়ারিং ও অন্যান্য সমস্যার কারণে পরাজিত হয়েছে বাংলাদেশ। ৩৯ ম্যাচ মাত্র ৭ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের হার ১৮.৪৩%। অপরদিকে ইন্ডিয়ার জয় পেয়েছে ৩১ ম্যাচে। ইন্ডিয়ার জয়ের হার ৮১.৫৭%। বাকি এক ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশ ও ইন্ডিয়া ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ মুখোমুখি হয় ১০ ডিসেম্বর, ২০২২। উক্ত ম্যাচে বিশাল ব্যবধানে জয় পায় ইন্ডিয়া। কিন্তু আগের দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ।
মোট ম্যাচ | ৩৯ |
বাংলাদেশের জয় | ০৭ |
ইন্ডিয়ার জয় | ৩১ |
বাংলাদেশের জয়ের হার (%) | ১৮.৪৩ |
ইন্ডিয়ার জয়ের হার (%) | ৮১.৫৭ |
ড্র | ০০ |
ড্রয়ের হার (%) | ০০ |
ম্যাচ বাতিল হয়েছে | ০১ |
হোম গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – ইন্ডিয়া) | ০৬ – ০৩ |
এওয়ে গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – ইন্ডিয়া) | ০০ – ১৮ |
নিউট্রাল গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – ইন্ডিয়া) | ০১ – ১০ |
সর্বশেষ ম্যাচ | ১০ ডিসেম্বর, ২০২২ |
টেস্ট পরিসংখ্যানে বাংলাদেশ বনাম ভারত – Test Stats Bangladesh vs India
ওয়ানডেতে আশার আলো দেখলেও টেস্টে এখনো কোন প্রকার সফলতা পায়নি বাংলাদেশ। ১৩ ম্যাচের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। ১১ ম্যাচে জয় পেয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার জয়ের হার ৮৪.৬১%। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে।
মোট ম্যাচ | ১৩ |
বাংলাদেশের জয় | ০০ |
ইন্ডিয়ার জয় | ১১ |
বাংলাদেশের জয়ের হার (%) | ০০ |
ইন্ডিয়ার জয়ের হার (%) | ৮৪.৬১ |
ড্র | ০২ |
ড্রয়ের হার (%) | ১৫.৩৯ |
হোম গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – ইন্ডিয়া) | ০০ – ০৩ |
এওয়ে গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – ইন্ডিয়া) | ০০ – ০৮ |
নিউট্রাল গ্রাউন্ডে জয় (বাংলাদেশ – ইন্ডিয়া) | ০০ – ০০ |
সর্বশেষ ম্যাচ | ২২ – ২৬ ডিসেম্বর, ২০২২ |
পরবর্তী ম্যাচের পর্যালোচনা
টি টুয়েন্টি ও ওয়ানডেতে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। টেস্টেও দ্রুত গতিতে উন্নতি সাধিত হচ্ছে। তাই পরবর্তীতে যেকোন ফরম্যাটে মুখোমুখি হলে ভালো রেজাল্ট আশা করাই যায়।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ বনাম ভারত – ODI World Cup 2023 Bangladesh vs India
আন্তর্জাতিক পর্যায়ের বেশ কয়েকটি প্রতিযোগীতায় ইন্ডিয়ার কাছে হেরে ছিটকে পড়েছে বাংলাদেশ। তবে প্রতিবারই বেশ ভালো খেলেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ দল এখন আগের চাইলে অনেক বেশি শক্তিশালী এবং সুগঠিত। তাছাড়া সর্বশেষ ওয়ানডে সিরিজে ইন্ডিয়ার বিপক্ষে ২ – ১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। তাই বিশ্বকাপে বাংলাদেশ ও ইন্ডিয়া মুখোমুখি হলে ভালো কিছুই আশা করা যায়।