কয়েকদিন পর অর্থাৎ আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ – বিপিএল ২০২৪’-এর। টি-টোয়েন্টি ফর্ম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া আসরটি ১৯ জানুয়ারি শুরু হয়ে চলবে ১ মার্চ পর্যন্ত।
গত আসরের ন্যায় এবারকার আসরেও দল ও ভেন্যু সংখ্যা থাকছে আগের মতো। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে নকআউট পর্বসহ টুর্নামেন্টের মোট ৪৬টি ম্যাচ।
যেখানে, দলের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ৮টি করার পরিকল্পনা থাকলেও এবারও ৮ দলের বিপিএল থেকে বঞ্চিত হতে যাচ্ছে দর্শকরা।
Table of Contents
৭ দলের অনুশীলন ক্যাম্প ও কোচদের বিস্তারিত
বিপিএলে অন্যান্য বছর যেখানে ৭ দলই মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করতো সেখানে এবার অনেক দলই নিজেদের অনুশীলন ক্যাম্পের জন্য বেছে নিয়েছে আলাদা আলাদা মাঠ।
যেখানে, দুর্দান্ত ঢাকা ও ফরচুন বরিশাল অনুশীলন করছে মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে। সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের প্রস্তুতি ক্যাম্পের জন্য বেছে নিয়েছে পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে।
মাসকো সাকিব ক্রিকেট একাডেমিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বিকেএসপিতে খুলনা টাইগার্স ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুর রাইডার্সের ক্যাম্প করার কথা রয়েছে।
এবার প্রতিটি দলের কোচিংয়ের দায়িত্বে প্রাধান্য পেয়েছে দেশীয় কোচরা। ফরচুন বরিশাল ছাড়া বাকি ৬ দলই ভরসা রেখেছে দেশীয় কোচদের উপর। সব দলের কোচের তালিকা:
দল | কোচ |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | তুষার ইমরান |
দুর্দান্ত ঢাকা | খালেদ মাহমুদ সুজন |
সিলেট স্ট্রাইকার্স | রাজিন সালেহ |
খুলনা টাইগার্স | তালহা জুবায়ের |
ফরচুন বরিশাল | ডেভ হোয়াটমোর |
রংপুর রাইডার্স | সোহেল ইসলাম |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | মোহাম্মদ সালাহউদ্দিন |
জাঁকজমকপূর্ণ বিপিএল করতে বদ্ধপরিকর বিসিবি
প্রতিবার বিপিএল শুরুর আগে নানারকমের সমালোচনা থাকলেও এবার টুর্নামেন্টের ১০ম সংস্করণে এসে দর্শকদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার ইঙ্গিত দিচ্ছে বিপিএল গভর্নিং বডি।
গতবছর লিগ পর্বে ডিআরএস না থাকায় ছিল নানা বিতর্ক। কিন্তু, এবার এসব বিতর্কে পড়তে হবেনা দলগুলোকে। কেননা টুর্নামেন্টের শুরু থেকেই ব্যবস্থা থাকবে ডিআরএস সিস্টেমের। সাথে থাকছে হক আই প্রযুক্তি।
আইসিসির আসরগুলোর ন্যায় ব্যাটিং সহায়ক পিচ, স্টেডিয়ামের স্ট্যান্ডের সংস্কার কাজ, ডিজিটাল সাইন বোর্ডসহ নানা উদ্যোগে এবারের বিপিএলে ভালো কিছুর প্রত্যাশা দর্শকদের।
এছাড়াও, বিপিএলের ১০ম আসরকে সফল করতে কোনো চেষ্টার কমতি রাখছেনা কর্তৃপক্ষ। বিপিএলের ওয়েবসাইট ডেভেলপ ও ফেসবুক পেজের নতুন থিমই যার জানান দেয়। ইতিমধ্যে বিপিএলের জন্য নতুন ক্যামেরা সেটআপ ও ব্রডকাস্টিংয়ের আহ্বান করেছে বিসিবি।
এসবের পাশাপাশি আইপিএল, পিএসএলের মতো বিশ্বের অন্যান্য দামি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মতো এবারের বিপিএলেও ড্রোন ক্যামেরা, স্পাইডার ক্যামের ব্যবহার থাকবে বলে জানা গেছে।
দলগুলোর ড্রাফট পরবর্তী নতুন সাইনিং
গতবছরের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বিপিএলের ড্রাফট। যেখানে, প্রতিটি দলই দেশি-বিদেশি খেলোয়াড়দের মিশেলে শক্তিশালী দল গড়লেও বিপিএল চলাকালীন একই সময়ে আইএল টি২০, এসএ টি২০, বিগ ব্যাশ লিগের মতো আসর থাকায় বিদেশি প্লেয়ার পাওয়া নিয়ে শংকায় দলগুলো।
ফলে, ড্রাফট পরবর্তী নতুন সাইনিংয়ে মনোযোগ দিয়েছে অনেক দল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে নিয়েছে শ্রীলঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো ও পাকিস্তানি পেসার হুনাইন শাহকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভিড়িয়েছে দেশি স্পিন বোলিং অলরাউন্ডার মোঃ এনামুল হককে। দুর্দান্ত ঢাকায় যোগ দিচ্ছেন নতুন ৩ শ্রীলঙ্কান ক্রিকেটার। তারা হলেন: লাসিথ ক্রুসপুল্লে, দানুস্কা গুনাথিলাকা ও নিরোশান ডিকওয়েল্লা।
খুলনা টাইগার্সে দেখা যাবে দেশি নাহিদ রানা এবং ২ বিদেশি ওশান থমাস ও মোহাম্মদ নাওয়াজ। রংপুরের জার্সিতে খেলবেন মোহাম্মদ তাহির ও সালমান ইরশাদ। সিলেট স্ট্রাইকার্সের ড্রাফট পরবর্তী নতুন সাইনিং দুই ইংলিশ ক্রিকেটার সামিত প্যাটেল ও বেনি হাওয়েল।
আসরের মাঠে নামার আগে সরাসরি চুক্তিতে ফরচুন বরিশাল সবচেয়ে বেশি ৫ জন খেলোয়াড়কে দলে নিয়েছে। তারা হলেন: নাভিন উল হক, মেহেদি হাসান রানা, নুয়ান থুশারা, আকিফ জাভেদ ও ডেভিড মিলার।
এসব খেলোয়াড় ছাড়াও বিপিএলের দলগুলোতে যোগ দেওয়ার গুঞ্জন আছে আরও কিছু তারকা খেলোয়াড়দের। যাদের মধ্যে কুইন্টন ডি কক, ফিলিপ সল্ট, জস বাটলার, জর্জ স্ক্রিমশহ, শ্যানন গ্যাব্রিয়েল, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রেন্ট বোল্টের নাম উল্লেখযোগ্য।
এবারের আসরের অন্যান্য সব তথ্য
বিপিএলে প্রতিদিনই হবে ২টি করে ম্যাচ। শনিবার থেকে বৃহস্পতিবারে দিনের ১ম ম্যাচ শুরু হবে দুপুর ১:৩০ টায় ও ২য় ম্যাচ হবে সন্ধ্যা ৬:৩০ টায়। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের ম্যাচ ২টি শুরু হবে যথাক্রমে দুপুর ২ টায় ও সন্ধ্যা ৭ টায়।
আগামী ১৯ জানুয়ারি দুপুর ২ টায় দুর্দান্ত ঢাকা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে বিপিএলের ১০ম আসরের।
বিপিএল শুরুর আগে বিতর্কের মুখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স!
বিপিএল শুরু হতে আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি থাকলেও আসর শুরুর আগে বিতর্কের মুখে আক্তার গ্রুপের অধীনস্থ দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
জানা গেছে, এখনো পর্যন্ত গত আসরের খেলোয়াড় অভিষেক মিত্রের পাওনা পরিশোধ করেনি দলটি। এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিষেক মিত্র।