Lankan Premier League (LPL)

শুরু হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগের চতুর্থ আসর; মাঠ মাতাবেন বাংলাদেশি খেলোয়াড়রাও!

Lankan Premier League (LPL)

আগামী ৩১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। গত আসরের ন্যায় এবারও লিগে অংশগ্রহণ করছে মোট ৫টি দল। চতুর্থ আসরে দলগুলোর হয়ে চার ছক্কার ঝড় তুলবেন শ্রীলঙ্কার খেলোয়াড়সহ  বিদেশি নামি দামি সব তারকা খেলোয়াড়েরা। 

লঙ্কান প্রিমিয়ার লিগের গত তিন আসর

২০২০ সালে সর্বপ্রথম লঙ্কান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয় এবং পর্যায়ক্রমে ২০২১ ও ২০২২ সালে দ্বিতীয় ও তৃতীয় আসর শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হয়। এলপিএলের এখন পর্যন্ত সবচেয়ে সফল দল হলো জাফনার মালিকানাধীন দলটি। 

লিগের প্রথম তিন আসরের তিনটিতেই শিরোপা নিজেদের করে নেয় জাফনা। প্রথম আসরে জাফনা স্টালিয়নস এবং পরের দুই আসরে জাফনা কিংস নামে দলটি শিরোপা জয় করে। 

বলে-ব্যাটে এলপিএলের সেরা খেলোয়াড়েরা 

লঙ্কান প্রিমিয়ার লিগে ৩ আসর মিলে এখন পর্যন্ত রানের দিক দিয়ে ৯২৬ রান নিয়ে সবচেয়ে সফল ব্যাটার ডাম্বুলা অরা’র আভিশকা ফের্নান্দো। অন্যদিকে, তিন আসর মিলিয়ে বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত সেরা বোলার বি-লাভ ক্যান্ডি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

চতুর্থ আসরের ৫ দলের পরিচিত

জাফনা কিংস :

থিসারা পেরেরা (অধিনায়ক), তাওহিদ হৃদয়, ডেভিড মিলার, মহেশ থিকসানা, রহমানুল্লাহ গুরবাজ, চারিথ আসালাঙ্কা, দুনিথ ওয়েল্লালাগে, শোয়েব মালিক, পাথুম কুমারা, বিজয়কান্ত বিয়াসকান্ত, থিসান ভিথুশান, আসাঙ্কা মানোজ, নিশান মাধুশকা, আসিথা ফের্নান্দো, নুয়ান থুশারা, দিলশান মাধুশানকা, আশান রান্দিকা, জামান খান, রাথনারাজা তেনুরাথান, ক্রিস লিন, আসিলা গুনারাত্নে, নান্দ্রে বার্গার।

গল টাইটান্স :

দাসুন শানাকা (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, তাবরেজ শামসি, ভানুকা রাজাপাকসে, সেকুগে প্রসন্ন, লাহিরু কুমারা, লাসিথ ক্রসপুল্লে, সোহান দে লিভেরা, আশান প্রিয়ানজন, বেন কাটিং, মিনোদ ভানুকা, মোহাম্মদ শিরাজ, শেভন ডেনিয়েল, পাসিন্দু সোরিয়াবান্দারা, লাহিরু সামারাকুন, কাসুন রাজিথা, আকিলা ধনঞ্জয়া, চ্যাড বোয়েস, টিম সেইফার্ট, সোনাল দিনুশা, আভিশকা ফেরেরা, অনুক ফের্নান্দো, ভিশওয়া ফের্নান্দো, মার্টিন গাপটিল।

কলম্বো স্ট্রাইকার্স :

নিরোশান ডিকওয়েলা (অধিনায়ক), বাবর আজম, শরীফুল ইসলাম, নাসিম শাহ, মাথিশা পাথিরানা, পাথুম নিসাঙ্কা, চামিকা করুণারত্নে, লাকশান সান্দাকান, নিপুণ ধনঞ্জয়া, মভিন সুবাসিংগা, লাহিরু উদারা, ইশান মালিঙ্গা, শাসিকা দুলশান, নুয়ানিদো ফের্নান্দো, ইফতেখার আহমেদ, জেফ্রে ভেন্ডারসে, অ্যাঞ্জেলো ফেরেরা, ধনঞ্জয়া লাকশান, কাভিশকা আনজুলা, রামেশ মেন্ডিস, মোহাম্মদ নওয়াজ, ইমাম উল হক, আহন উইকরামাসিংহে। 

ডাম্বুলা অরা :

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস, আভিশকা ফের্নান্দো, কুশাল ফেরেরা, হ্যাডেন কের, সান্দিরা সামাউইকরামা, বিনুরা ফের্নান্দো, নূর আহমেদ, ছাচিতা জায়াথিলাকে, জানিথ লিয়ানাগে, দুশান হেমান্ত, প্রমোদ মাধুশান, শাহনেওয়াজ দাহানি, লাকশান এদিরিশিংগে, জিহান ডেনিয়েল, ওয়ানুজা সাহান, কাভিদু পাথিরানা, রাভিন্দু ফের্নান্দো, অ্যালেক্স রস, ট্রিভন ম্যাথিউ, মানেলকার ডি সিলভা, প্রবীণ জয়াউইকরামা, বেন ম্যাকডারমোত। 

বি-লাভ ক্যান্ডি :

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মুজিব উর রহমান, ফখর জামান, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ইসুরু উদানা, দীনেশ চান্ডিমাল, মোহাম্মদ হাসনাইন, দুশমান্ত চামিরা, সাহান আরাছিগে, আশেন বান্দারা, মোহাম্মদ হারিস, আসিফ আলী, নাভোদ পারানাভিথানা, কামিন্দু মেন্ডিস, নুয়ান প্রদীপ, চতুরাঙ্গা ডি সিলভা, লাহিরু মাধুশাঙ্কা, আমের জামাল, মালশা তারুপাথি, থানুকা দাবারে, লাসিথ আবেরাত্নে, আভিশকা থারিন্দু।

লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশি ক্রিকেটাররা

লঙ্কান লিগে এবারের আসরে আলাদা আলাদা দলের হয়ে খেলবেন কয়েকজন বাংলাদেশি। গত আসরের শিরোপা জয়ী দল জাফনা কিংসের হয়ে সেইবার খেলেছিলেন আফিফ হোসেন।

চতুর্থ আসরে এসেও জাফনা কিংসের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়। এছাড়াও, কলম্বো স্ট্রাইকার্সের হয়ে প্রথমবারের বিদেশি কোনো লিগে অংশ করবেন পেসার শরিফুল ইসলাম। 

আবার, এলপিএলের আরেক দল গল টাইটান্সের হয়ে একসাথে খেলবেন দুই বাংলাদেশি। দাসুন শানাকার অধীনে গলের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ব্যাটার মোহাম্মদ মিঠুন।  

লিগের আরেক দল ডাম্বুলা অরা’র হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন পেসার তাসকিন আহমেদও। কিন্তু, বর্তমানে জিম আফ্রো টি-টেন লিগে খেলা তাসকিন আহমেদকে এশিয়া কাপ ও বিশ্বকাপ বিবেচনায় অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে, ডাম্বুলার হয়ে এবারের আসরে দেখা যাবে না এই বাংলাদেশী স্পিড স্টারকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top