নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তামিম ওবং মিঠুনের হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৭১ রান করে বাংলাদেশ। জয় পেতে ২৭২ রানের টার্গেটে ব্যাটিং করছে নিউজিল্যান্ড।
হ্যাগলি ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। টাইগাররা ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন দাস কে হারায়। এর পর সৌম্য সরকার তামিমের সাথে ৮১ রানের পার্টনাশীপ গড়েন।
সৌম্য প্যাভিলিয়নে ফেরার আগে ৪৬ বলে ৩২ রান করেন। সৌম্যের পর মুশফিকুর রহিম কে নিয়ে ইনিংস লম্বা করেন অধিনায়ক তামিম ইকবাল।
ব্যাক্তিগত ৭৮ রানে রান আউট হয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। তারপর মিঠুন আর মুশফিক বাকি সময় টা সামাল দিয়েছেন। আজ দূর্দান্ত ফর্মে ছিলেন মিঠুন। ৪ ছক্কার ইনিংসে ৫৭ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
মুশফিক ৩২ এবংমাহমুদুল্লাহ ১৬ রান করেন। শেখ মেহেদি ৭ রান করে সাজঘরে ফেরেন। সাইফউদ্দিন ও মিঠুন অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।
সংক্ষিপ্ত স্কোরঃবাংলাদেশঃ
২৭১/৬ (৫০-ওভার) (তামিম ইকবাল ৭৮, মিঠুন ৭৩*, মুশফিকুর রহিম ৩৪, সৌম্য সরকার ৩২; স্যান্টনার ২/৫১)
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com