দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ২২৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মমিনুল হক। টাইগার অধিনায়কের সেঞ্চুরি ও লিটন কুমার দাসের হাফ সেঞ্চুরিতে ক্যারিয়ানদের ৩৯৫ রানের বিশাল টার্গেট দিল বাংলাদেশ।
চতুর্থ দিনে দূর্দান্ত শুরু করে মমিনুল ও লিটন দাস। ১৮২ বলে ১১৫ রান করে ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক। এই নিয়ে টানা দুই টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। চট্টগ্রামের মাটিতে এটি মমিনুলের সপ্তম সেঞ্চুরি।
লিটন দাস ৯৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১১২ বলে ৬৯ রান করে সাজঘরে ফিরে যান। চতূর্থ দিনের শুরুতে সুবিধা করতে পারেন নি মুশফিকুর রহিম। তিনি ৪৮ বলে ১৮ রান করে আউট হন।
বাংলাদেশ-(প্রথম ইনিংস): ৪৩০/১০ (ওভার-১৫০.২) সাদমান ৫৯, সাকিব ৬৮, মিরাজ ১০৩ (ওয়ারিকান ৪/১৩৩, কর্নওয়াল ২/১১৪)
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ২৫৯/১০ (ওভার-৯৬.১) ব্রাথওয়েট ৭৬, মায়ার্স ৪০, ব্লাকউড ৬৮, সিলভা ৪২ বোনার ১৭ (মিরাজ ৪/৫৮, মুস্তাফিজ ২/১৪৬, নাইম ২/৫৪, তাইজুল ২/৮৪)
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com