ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন সময় থেকেই মাঠের বাইরে সাকিব আল হাসান। ঊরুর এই পুরানো চোটের কারণে ঢাকা টেস্ট থেকেও বিশ্রাম নিতে হচ্ছে সদ্য নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা এই ক্রিকেটার-কে।
দ্বিতীয় টেস্টের স্কোয়াডে সাকিব আল হাসানের জায়গায় বিসিবি সৌম্য সরকারকে অন্তর্ভুক্ত করেছে। মংগলবার এক বিবৃতিতে ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার থেকে বাংলাদেশ দলের সাথে সৌম্য সরকার প্র্যাক্টিসে যোগ দেবার কথা রয়েছে।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন সাকিব। বিসিবি কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না তাকে নিয়ে। তাই সাকিব কে বিশ্রামে পাঠিয়ে সৌম্য সরকার কে তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। ১১ ই ফেব্রুয়ারি ঢাকায় দ্বিতীয় টেস্টে জয়ের লক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচের ভুল শুধরে জয় পেতে মরিয়া টাইগার-রা।
সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচ দিয়ে সৌম্য সরকার আবারো বাংলাদেশ দলের একাদশে ফিরতে পারেন। আপনার মতে ঢাকা টেস্টে কোন দল জেতার সম্ভাবনা বেশি? নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিন এখনি।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com