euro 2024

অনুষ্ঠিত হয়েছে ২০২৪ উয়েফা ইউরোর গ্রুপ পর্বের ড্র। দেখে নিন দল, গ্রুপ, ভেন্যুসহ বিস্তারিত!

আগামী বছরের ১৪ জুন জার্মানি বনাম স্কটল্যান্ড ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠতে যাচ্ছে উয়েফা ইউরোর ১৭তম আসরের। ৩৬ বছর পর আবারও এককভাবে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর বসতে যাচ্ছে জার্মানিতে।

জার্মানির সর্বমোট ১০টি শহরের ১০টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে ২৪টি দল লড়বে ইউরো শিরোপার জন্য। দীর্ঘ ১ মাস পর ১৪ জুলাই অনুষ্ঠিত হবে আসরের একমাত্র ফাইনাল।

আসরে অংশগ্রহণকারী দলসমূহ

২০১৬ ও ২০২০ সালের ন্যায় ২০২৪ সালের ইউরোতেও থাকছে অংশগ্রহণকারী সর্বোচ্চ ২৪টি দল। স্বাগতিক হিসেবে জার্মানি ও ইউরো বাছাইপর্ব পেরিয়ে ইতিমধ্যে নিশ্চিত হয়েছে ২০টি দলের অংশগ্রহণ।

২৪ বছর পর আবারও ইউরোপের মর্যাদার আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে স্লোভেনিয়া। অপরদিকে, স্বাধীনতার পর একক দেশ হিসেবে প্রথমবার ইউরোতে দেখা যাবে সার্বিয়াকে।

জার্মানিইংল্যান্ডসার্বিয়া 
বেলজিয়াম হাঙ্গেরি চেক প্রজাতন্ত্র 
ফ্রান্সস্লোভাকিয়া ইতালি
পর্তুগাল আলবেনিয়া ক্রোয়েশিয়া 
স্কটল্যান্ড ডেনমার্ক স্লোভেনিয়া 
স্পেন নেদারল্যান্ডস ফিনল্যান্ড/এস্তোনিয়া/পোল্যান্ড/ওয়েলস
তুরস্ক রোমানিয়া বসনিয়া/ইউক্রেন/ইসরায়েল/আইসল্যান্ড
অস্ট্রিয়া সুইজারল্যান্ড জর্জিয়া/লুক্সেমবার্গ/গ্রিস/কাজাখস্তান 

বাকি ৩টি দল নিষ্পত্তি হবে আগামী ২১ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া প্লে অফ পর্যায়ের মধ্যে দিয়ে। যেখানে, ৯টি দলের অংশগ্রহণে সেমিফাইনালে ও ফাইনালের মাধ্যমে ৩টি পর্যায়ে নির্ধারিত হবে ৩টি দল।

পর্যায় ১:

২০২৪ ইউরো বাছাইপর্বের গ্রুপ পর্ব শেষ হলেও সেখান থেকে সরাসরি কোয়ালিফাই করতে ব্যর্থ হয় ওয়েলস, ফিনল্যান্স, পোল্যান্ড ও এস্তোনিয়া। ফলে, ৪ দলের মুখোমুখি লড়াইয়ে আগামী বছরের ইউরোর টিকিট পাবে মাত্র ১টি দল।

সেমিফাইনাল (তারিখ)
পোল্যান্ড      ২১ মার্চ ২০২৪এস্তোনিয়া
ওয়েলস       ২১ মার্চ ২০২৪ফিনল্যান্ড 
    ফাইনাল (তারিখ)
ওয়েলস/ফিনল্যান্ড       ২৬ মার্চ ২০২৪পোল্যান্ড/এস্তোনিয়া 

পর্যায় ২:

বসনিয়া, ইউক্রেন, ইসরায়েল ও আইসল্যান্ডের মধ্যে ২য় পর্যায় পেরিয়ে আরও ১টি দল সুযোগ পাবে ২০২৪ সালের ইউরোতে।

সেমিফাইনাল (তারিখ)
বসনিয়া       ২১ মার্চ ২০২৪ইউক্রেন 
ইসরায়েল       ২১ মার্চ ২০২৪আইসল্যান্ড
    ফাইনাল (তারিখ) 
বসনিয়া/ ইউক্রেন      ২৬ মার্চ ২০২৪ইসরায়েল/ আইসল্যান্ড

পর্যায় ৩:

পর্যায় ১ ও ২-এর ন্যায় তৃতীয় পর্যায়ের ১টি স্লটের জন্যও লড়াই করবে ৪টি দল। ২১ মার্চের জর্জিয়া বনাম লুক্সেমবার্গ এবং কাজাখস্তান বনাম গ্রিসের মধ্যেকার সেমিফাইনালের পর ২৬ মার্চের ফাইনাল পর্বের মধ্যে দিয়ে নিশ্চিত হবে ২০২৪ ইউরোর ২৪তম দলের নাম। 

সেমিফাইনাল (তারিখ)
জর্জিয়া       ২১ মার্চ ২০২৪লুক্সেমবার্গ 
গ্রিস      ২১ মার্চ ২০২৪কাজাখস্তান 
    ফাইনাল (তারিখ) 
জর্জিয়া/লুক্সেমবার্গ       ২৬ মার্চ ২০২৪গ্রিস/কাজাখস্তান 

গ্রুপ পর্বে ৬টি গ্রুপে বিভক্ত মোট ২৪টি দল

২০২৪ ইউরোর জন্য ২১টি দল নির্ধারিত হলেও বাকি ৩টি দলের জায়গা নির্ধারণে লড়াই করবে ১২টি দল। বাকি ৩টি দলের নিষ্পত্তি বাকি রেখেই গত ২ ডিসেম্বর জার্মানির হ্যামবার্গে অনুষ্ঠিত হয়েছে আসরের গ্রুপ ড্র।

৬টি গ্রুপের প্রতি গ্রুপে আছে ৪টি করে দল। প্রতি দল গ্রুপ পর্বে খেলবে মোট ৩টি করে ম্যাচ। যেখানে, প্রতি গ্রুপের শীর্ষ ২ দলসহ ৬টি গ্রুপের সেরা ৪টি তৃতীয় স্থান অধিকারী দল পৌঁছাবে রাউন্ড অফ ১৬’তে। গ্রুপ পর্বের বিন্যাস:

গ্রুপ – এজার্মানি স্কটল্যান্ডহাঙ্গেরি সুইজারল্যান্ড 
গ্রুপ – বিস্পেন ক্রোয়েশিয়া ইতালিআলবেনিয়া
গ্রুপ – সিস্লোভেনিয়া ডেনমার্ক সার্বিয়া ইংল্যান্ড 
গ্রুপ – ডিপর্যায় ১ বিজয়ীনেদারল্যান্ডস অস্ট্রিয়া ফ্রান্স 
গ্রুপ – ইপর্যায় ২ বিজয়ীস্লোভাকিয়া রোমানিয়াবেলজিয়াম
গ্রুপ – এফপর্যায় ৩ বিজয়ী তুরস্ক পর্তুগাল চেক প্রজাতন্ত্র 

২০২৪ ইউরোর ভিন্ন ১০টি ভেন্যুর বিবরণ

তৃতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে জার্মানিতে। জার্মানির ১০টি শহরের ১০টি আলাদা স্টেডিয়ামে হবে গ্রুপ পর্বের মোট ৩৬ ম্যাচ। 

শহরস্টেডিয়াম ধারণক্ষমতা
বার্লিন অলিম্পিয়াস্টাডিয়ন বার্লিন ৭৪,৪৬১
মিউনিখ অ্যালায়েঞ্জ অ্যারেনা৭০,০৭৬
ডর্টমুন্ডসিগন্যাল ইদুনা পার্ক ৬৫,৮৪৯
স্টুটগার্টস্টুটগার্ট অ্যারেনা৫৪,৯০৬
গেলসেনক্রিচেনভেলটিন্স অ্যারেনা৫৪,৭৪০
হ্যামবার্গভোল্কস পার্ক স্টাডিয়ন৫২,২৪৫
ডুসেলডোর্ফমার্কার স্পিল অ্যারেনা৫১,০৩১
কোলোগনে রেইন এনার্জিস্টাডিয়ন৪৯,৮২৭
লেইপজিগরেড বুল অ্যারেনা৪২,৯৫৯
ফ্রাঙ্কফুর্টদিওতশে ব্যাংক পার্ক৫৪,৬৯৭

দীর্ঘ এক মাস ফুটবল লড়াইয়ের পর ১৪ জুলাই ২০২৪ বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়ন বার্লিন স্টেডিয়ামে ইউরোপ সেরার মুকুট অর্জন করবে আসরের যেকোনো একটি দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top