আইপিএল জয়ী

রেকর্ড দামে প্লেয়ার কেনার মধ্য দিয়ে শেষ হলো ২০২৪ আইপিএল অকশ্যান

২০২৪ আইপিএলের ১০টি দলের মধ্যে ১ম অংশে আলোচনা করা হয়েছে ৫টি দলের স্কোয়াড নিয়ে। 

এবার ২য় অংশে বাকি ৫টি দল: রাজস্থান রয়্যাল্স, দিল্লি ক্যাপিটাল্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের স্কোয়াড পর্যালোচনা।

বিদেশি তারকায় টাঁসা সর্বপ্রথম আইপিএল জয়ী রাজস্থান রয়্যাল্স। (Rajasthan Royals Squad Update)

২০০৮ সালের শুরু হওয়া আইপিএলের সর্বপ্রথম আসরের বিজয়ী দল রাজস্থান রয়্যাল্স। প্রথম আসরে শিরোপা জয়ের পর থেকে এখন পর্যন্ত দলটির সর্বোচ্চ সাফল্য ২০২২ সালে রানার্সআপ হওয়া। 

২০২২ সালে আইপিএলের ১৫তম আসরে ফাইনালে গিয়েও নবাগত গুজরাট টাইটান্সের কাছে হেরে নিজেদের ২য় শিরোপায় চুমুক দেওয়া হয়নি অধিনায়ক সানজু স্যামসনের দলের।

ফলে, ২য় বারের মতো আইপিএল ট্রফিটি উঁচিয়ে ধরতে গতবারের দল থেকে ৯ জন প্লেয়ারকে ছেড়ে দিয়ে অকশ্যানের পূর্বে নিজদেরে প্রাথমিক দল প্রকাশ করে জয়পুর অঞ্চলের দলটি।

রাজস্থান রয়্যাল্স দলে ধরে রাখা ১৭ জন খেলোয়াড়দের তালিকা: সানজু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশসভি জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পারাগ, দোনোভান পের্রেইরা, কুনাল রাটোর, রভিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নভদীপ সইনি, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা, আভেশ খান। 

অকশ্যানের সর্বপ্রথম ডাকে নিজেদের দলে ক্যারিবিয়ান রভম্যান পাওয়েলকে দলে নেয় রয়্যাল্সরা। অকশ্যান থেকে রয়্যাল্সে জায়গা পাওয়া অন্যান্যরা হলেন:

রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)৭.৪ কোটি রুপি
টম কোহলার ক্যাডমোর (ইংল্যান্ড)৪০ লক্ষ রুপি
নান্দ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা)৫০ লক্ষ রুপি
আবিদ মুশতাক২০ লক্ষ রুপি
শুভাম ধুবে৫.৮ কোটি রুপি

টানা ১৭তম অংশগ্রহণে অধরা শিরোপা জয়ের লক্ষ্য দিল্লি ক্যাপিটাল্স। (Delhi Capitals Squad Update)

ভারতীয় ক্রিকেট লিগ আইপিএলে এখন পর্যন্ত ১৬টি আসরের সবগুলোতে অংশগ্রহণ করলেও শিরোপা ঘরে তুলতে ব্যর্থ ভারতের রাজধানীর দল দিল্লি।

রিকি পন্টিংয়ের অধীনে গত আসরে দলটি পয়েন্ট টেবিলে ৯ম স্থানে শেষ করে ভালো করতে ব্যর্থ হলেও এবারের আসরে ভালো কিছু করতে বদ্ধ পরিকর।

নিজেদের দল থেকে ১১ জন খেলোয়াড়কে বিদায় জানিয়েছে দলটি। যাদের মধ্যে উল্লেখযোগ্য, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

গত আসরের ন্যায় এবারও দিল্লির জার্সিতে দেখা যাবে যাদের: রিশাভ পান্ত (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, অভিষেক পোরেল, অক্ষয় প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্শ, যশ ধুল, প্রবিণ দুবে, ভিকি ওস্তওয়াল, আনরিচ নরকিয়া, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা, মুকেশ কুমার।

অকশ্যান থেকে দিল্লিতে যোগ দেওয়া খেলোয়াড়গুলো হলো:

কুমার কুশাগরা ৭.২ কোটি রুপি
রিকি ভূঁই ২০ লক্ষ রুপি 
সুওয়াস্তিক চিকারা ২০ লক্ষ রুপি 
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)৭৫ লক্ষ রুপি 
ত্রিস্তান স্টাবস (দক্ষিণ আফ্রিকা)৫০ লক্ষ রুপি 
হ্যারি ব্রুক (ইংল্যান্ড)৪ কোটি রুপি
সুমিত কুমার১ কোটি রুপি
রাসিক ধর২০ লক্ষ রুপি 
জাই রিচার্ডসন (অস্ট্রেলিয়া)৫ কোটি রুপি

আইপিএলের ২য় শিরোপা জয়ে হায়াদ্রাবাদের দলে ব্যয়বহুল তারকারা। (Sunrisers Hyderabad Squad Update)

নিজেদের ১২তম আসরে অংশগ্রহণ করতে যাওয়া সানরাইজার্স হায়দ্রাবাদ অকশ্যান টেবিলে বসার আগে ১৯ জন খেলোয়াড়কে রিটেইন করার পাশাপাশি রিলিজ করে দিয়েছে গতবছরের অন্যতম দামি খেলোয়াড় হ্যারি ব্রুকসহ মোট ৬ জন খেলোয়াড়কে।  

২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নদের রিটেইন করা খেলোয়াড়দের তালিকায় আছেন যারা: এইডেন মার্করাম (অধিনায়ক), আব্দুল সামাদ, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপ্স, হেনরিচ ক্লাসেন, মায়াঙ্ক আগার্ওয়াল, আনমোলপ্রীত সিং, উপেন্দ্র সিং যাদব, নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, অভিষেক শর্মা, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, সানভীর সিং, ভুবনেশ্বর কুমার, টি. নাতারাজান, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, ফজল হক ফারুকি।

এবারের আইপিএল অকশ্যানে চমক দিয়ে নতুনসব সাইনিং করেছে হায়দ্রাবাদ। অকশ্যানে প্রথম খেলোয়াড় হিসেবে তারা দলে যোগ করে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ট্রাভিস হেডকে। 

যেখানে, আইপিএলের ইতিহাসে ২য় সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে ২০ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে দলে নিয়েছে দলটি। নিলামে হায়াদ্রাবাদের বাছাই করা বাকি খেলোয়াড়:

ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)৬.৮ কোটি রুপি
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)১.৫ কোটি রুপি
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)২০.৫ কোটি রুপি
জয়দেব উনাদকাট১.৬ কোটি রুপি
আকাশ সিং২০ লাখ রুপি 
জাতাভেদ সুবরামনিয়ান২০ লাখ রুপি 

দিল্লির ন্যায় টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপার খোঁজে পাঞ্জাব কিংস। (Punjab Kings Squad Update)

আইপিএলের ইতিহাসে বিগত ১৬ আসরের পারফর্ম্যান্স বিবেচনায় এখন পর্যন্ত সবচেয়ে ব্যর্থ দল বলা যায় পাঞ্জাব কিংসকে।

২০১৪ সালে রানার্সআপ হওয়া ছাড়া বাকি ১৫ আসরের একটিতেও ফাইনালে যেতে পারেনি দলটি। 

২০২০ সাল পর্যন্ত দলটি কিংস ইলেভেন পাঞ্জাব নামে অংশগ্রহণ করলেও পরে নাম পাল্টে ২০২১ সাল থেকে পাঞ্জাব কিংস নামে অংশগ্রহণ করে। তবে, নাম পাল্টিয়েও প্রত্যাশিত সফলতার দেখা পায়নি দলটি।

২০২৪ আইপিএলে আরও একবার নতুন প্রত্যাশা নিয়ে মাঠে নামবে লাল জার্সিধারী দলটি। তাই, গতবারের দল থেকে ৫ জন খেলোয়াড় বাদে বাকি সকলকেই দেখা যাবে ১৭তম আসরে পাঞ্জাবের জার্সিতে। 

ধরে রাখা খেলোয়াড়দের তালিকা: শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রবসিমরান সিং, ম্যাথিউ শর্ট, হারপ্রিত ভাটিয়া, আতার্ভা টাইডে, রিশি ধাওয়ান, স্যাম কারান, সিকান্দার রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনোর সিং ব্রার, শিভম সিং, রাহুল চাহার, আর্শদীপ সিং, হারপ্রীত ব্রার, ভিদওয়াত কাবেরাপ্পা, কাগিসো রাবাদা, ন্যাথান এলিস।

মিনি অকশ্যানে মোট ৩৪ কোটি ৯৫ লক্ষ রুপি খরচ করে মোট ৮ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। তালিকা:

রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)৮ কোটি রুপি
হার্শাল প্যাটেল১১.৭৫ কোটি রুপি
ক্রিস ওকস (ইংল্যান্ড)৪.২ কোটি রুপি
আশুতোষ শর্মা২০ লক্ষ রুপি 
বিশ্বনাথ প্রতাপ সিং২০ লক্ষ রুপি 
শশাংক সিং২০ লক্ষ রুপি 
প্রিন্স চৌধুরী ২০ লক্ষ রুপি 
তনয় তিয়াগরাজান২০ লক্ষ রুপি 

আইপিএলে নিজেদের তৃতীয় অংশগ্রহণে শিরোপার অন্যতম দাবিদার লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। (Lucknow Super Giants Squad Update)

গুজরাট টাইটান্সের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তুলনামূলক নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ২০২২ ও ২০২৩ আসরে দুবার অংশগ্রহণ করা লক্ষ্মৌ দুবারই প্লে’অফে গেলেও কোনোবারই নামতে পারেনি শিরোপা লড়াইয়ে।

তাই, ২০২৪ আইপিএলে নিজেদের তৃতীয় অংশগ্রহণে শিরোপার দিকে তাকিয়ে কোচ জাস্টিন ল্যাঙ্গারের দল।

যার অংশ হিসেবে ১৬তম আসরের ৮ জন বাদে বাকিদেরকে এবারও দলে রেখেছে উত্তর প্রদেশ রাজ্যের দলটি।

অকশ্যানের পূর্বে ১০ দলের মধ্যে সর্বনিম্ন ১৩.১ কোটি রুপি বাকি ছিল লক্ষ্মৌয়ের। ফলে, অকশ্যান থেকে ১ জন ব্যাটার, ৩ জন অলরাউন্ডার ও ২ জন বোলারকে সাইন করেছে সুপার জায়ান্টস কর্তৃপক্ষ। তারা হলেন:

অ্যাশটন টার্নার (অস্ট্রেলিয়া)৬.৪ কোটি রুপি 
আর্শিন কুলকার্নি ২০ লক্ষ রুপি 
ডেভিড উইলি (ইংল্যান্ড)২ কোটি রুপি 
মোহাম্মদ আরশাদ খান ২০ লক্ষ রুপি 
শিভম মাভি ৬.৪ কোটি রুপি  
মানিমরণ সিদ্ধার্থ ২.৪ কোটি রুপি 

অকশ্যানে অবিক্রিত থাকায় দল পাননি আরও অনেক নামি-দামি খেলোয়াড়রা। (Unsold Players in IPL Auction 2024) 

ভারতীয় প্লেয়ারদের মধ্যে আইপিএলের প্রত্যেক আসরে নিয়মিত থেকেও এবারের আসরে কোন দলই পাননি সরফরাজ খান, করুণ নায়ার, মানান ভোহরা, মুরুগান অশ্বিন এবং কামলেশ নাগারকোটি। 

এছাড়াও, বিদেশি খেলোয়াড়দের মধ্যে অজি তারকা স্টিভেন স্মিথ ও জশ হ্যাজেলউড, শ্রীলঙ্কান কুশাল মেন্ডিস ও দুশমন্ত চামিরা, কিউই তারকাদের মধ্যে রয়েছে অ্যাডাম মিলনে, কাইল জ্যামিসন, মাইকেল ব্র্যাসওয়েল, ম্যাট হেনরি, ইশ সোদি, জেমস নিশাম, ফিন অ্যালেন ও কলিন মুনরো, সাউথ আফ্রিকান রাসি ভ্যান ডার ডুসেন ও তাবরেইজ শামসিরা অবিক্রিত থাকেন।

ইংল্যান্ডের আদিল রশিল, টাইমাল মিলস, লুক উড, ফিল সল্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আকিল হোসেন, ওডিয়েন স্মিথ এবং আফগানি লেগ স্পিনার কেইস আহমেদ ও  ওয়াকার সালমাখেলদের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মাঠ মাতানো প্লেয়ারদেরকে কিনতে কোনো দলই আগ্রহ দেখায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top