major league soccer usa

মেজর লিগ সকার এর সব খবর জানুন!

বর্তমানে সারা বিশ্বে ফুটবল একটি জনপ্রিয় খেলা হিসেবে পরিচিত। ফুটবল খেলা দেখে না কিংবা চেনে না এরকম মানুষ পাওয়া সম্ভবত খুব দুষ্কর। প্রায় প্রত্যেক দেশেরই রয়েছে নিজস্ব ফুটবল লিগ। আজকে কথা বলবো, বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ফুটবল লিগ মেজর লিগ সকার বা সংক্ষেপে এমএলএস।

মেজর লিগ সকার মূলত যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ হলেও কানাডার ৩টি ফুটবল ক্লাবও এই লিগে অংশগ্রহণ করে থাকে। লিগের মোট দল সংখ্যা ২৮টি, যেখানে ২৫টি যুক্তরাষ্ট্রের দল এবং বাকি ৩টি কানাডার দল। এমএলএসের প্রথম মৌসুম অনুষ্ঠিত হয় ১৯৯৬ সালে। 

মূলত মেজর লিগের বর্তমান চ্যাম্পিয়ন হলো নিউইয়র্ক সিটি এফসি এবং এখন পর্যন্ত সবচেয়ে সফলতম দল লস এঞ্জেলস গ্যালাক্সি। আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২২ থেকে শুরু হতে পারে এমএলএস লিগের এবারকার মৌসুম। 

মেজর লিগ সকারের ২টি লিগ কাপ (ইউ.এস ওপেন কাপ ও কানাডিয়ান চ্যাম্পিয়নশীপ) এবং ৩ টি ইন্টারন্যাশনাল কাপ (কনকাকাপ চ্যাম্পিয়ন্স লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ) অনুষ্ঠিত হয়ে থাকে। 

এমএলএসে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হলেন: ক্রিস উওয়োন্ডলস্কি (১৭১ গোল), সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় নিক রোমান্ডো (৫১৪ ম্যাচ) এবং সর্বোচ্চ এ্যাসিস্টদাতা হলেন লেন্ডন ডোনোভান (১৩৬ এ্যাসিস্ট)। ২০২১ সালে এমএলএসের মোট দর্শক সংখ্যা ছিল প্রায় ২,৮৫,০০০ জন।

মেজর লিগ সকারে খেলেছেন এমন জনপ্রিয় ফুটবলারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: 

ডেভিড ব্যাকহাম, থিয়েরি হেনরি, জালাতান ইব্রাহিমোভিচ, ডেভিড ভিয়া, বাস্তিয়ান সোয়েনস্টেইগার, অ্যাশলে কোল, গঞ্জালো হিগুয়েন, ব্লেইজ মাতুইদি, রবি কিন, নানি। কিছুদিন আগেই এমএলএসের ক্লাব টরোন্টো এফসির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ইতালিয়ান তারকা লরেঞ্জো ইনসিনয়ে।

ফুটবলের আরও খবর…

মেজর লিগ সকারের ক্লাবগুলোকে ২টি কনফারেন্সে ভাগ করা হয়ে থাকে: ১. ইস্টার্ন কনফারেন্স ও ২. ওয়েস্টার্ন কনফারেন্স। 

এই লিগের ক্লাবগুলো হলো: লস এঞ্জেলস গ্যালাক্সি, নিউইয়র্ক সিটি এফসি, ডিসি ইউনাইটেড, কলম্বাস ক্রু, স্যান হোসে আর্থকুয়েক্স, স্পোর্টিং কানসাস সিটি, সিটল সাউন্ডার্স এফসি, হোস্টোন ডায়নামো এফসি, শিকাগো ফায়ার এফসি, টরোন্টো এফসি, রিয়াল সল্ট লেক, পোর্টল্যান্ড টিম্বার্স, আটলান্টা ইউনাইটেড এফসি, নিউইয়র্ক রেড বুলস, এফসি ডালাস, লস এঞ্জেলস এফসি, ফিলাডেলফিয়া ইউনিয়ন, নিউ ইংল্যান্ড রেভুলেশন, চার্লোট এফসি, এফসি সিনসিনাটি, ইন্টার মায়ামি এফসি, সিএফ মন্ট্রিয়ল, অর্লান্ডো সিটি এফসি, অস্টিন এফসি, কলোরাডো রেপিডস, মিনেসোটা ইউনাইটেড এফসি, ন্যাশভিলে এফসি এবং ভ্যানকুভার হোয়াইটক্যাপ্স এফসি। 

তাছাড়া ২০২৩ মৌসুম থেকে এমএলএস লিগ হবে ২৯ দলের। সেক্ষেত্রে, নতুন দল হিসেবে যুক্ত হবে সেন্ট লুইস সিটি এসসি।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top