৩ ফেব্রুয়ারি (বুধবার) ক্যারিবিয়ান-দের বিপক্ষে ২ ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ দিয়ে প্রায় ১২ মাস পরে সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে টাইগার-রা। বরাবরের মতোই টিম বাংলাদেশ কে নেতৃত্ব দিবে তরুণ অধিনায়ক মমিনুল হক। ওয়ানডের পর টেস্ট সিরিজেও ফেভারিট হিসেবে নামবে বাংলাদেশ।
এর আগে ওয়ানডে সিরিজে ৩-০ তে জয় পায় টাইগার-রা। সফরকারীরা, স্বাগতিরদের বিপক্ষে সোজা হয়ে দাড়াতেই পারে নি। টেস্ট সিরিজে ফিরছে সাকিব আল হাসানও। তাই অভিজ্ঞ তামিম,মুশফিক,সাকিবদের নিয়ে আশাবাদী অধিনায়ক মমিনুল হক।
আগামীকাল ৩ ফেব্রুয়ারি (বুধবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে নামবেন অধিনায়ক মমিনুল হক। এই মাঠে ৯ টেস্ট খেলে ৭৫.৪২ গড়ে ৬ টি সেঞ্চুরি হাঁকিয়েছেন মমিনুল।
চট্টগ্রাম টেস্টে ৪ জন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সাকিবের সাথে থাকতে পারে তাইজুল, মিরাজ ও নাঈম হাসান। টাইগার কোচের ভাষ্য মতে, একাদশে থাকে পেসার মুস্তাফিজুর রাহমান।
হেলদি-স্পোর্টসের সাজানো প্রথম টেস্টের সম্ভাব্য একাদশঃ
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): ১) তামিম ইকবাল, ২) সাইফ হাসান, ৩) নাজমুল হোসেন শান্ত, ৪) মমিনুল হক (অধিনায়ক), ৫) মুশফিকুর রহিম, ৬) সাকিব আল হাসান, ৭) লিটন দাস (উইকেটরক্ষক), ৮) মেহেদী হাসান মিরাজ, ৯) নাঈম হাসান, ১০) তাইজুল ইসলাম এবং ১১) মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): ১) ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), ২) জন ক্যাম্পবেল, ৩) এনক্রুমাহ বোনার, ৪) জার্মেইন ব্ল্যাকউড, ৫) জসুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), ৬) কাইল মায়ার্স, ৭) রাকিম কর্নওয়াল, ৮) রেমন্ড রেইফার, ৯) আলজারি জোসেফ, ১০) জোমেল ওয়ারিকেন, ১১) কেমার রোচ।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com