ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ছয় ক্লাবের একটি হলো আর্সেনাল। গত মৌসুম প্রত্যাশিতভাবে আর্সেনালের ভালোই কেঁটেছিল। লিগে ৫ম স্থান অর্জনের পাশাপাশি উয়েফা ইউরোপা লিগ খেলার সুযোগ পায় দলটি।
এফএ কাপে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও লিগ কাপে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। এই ধারাবাহিকতায় উন্নতি আনতে নতুন মৌসুমের আগে তরুণ খেলোয়াড়দেরকে দলে নিচ্ছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। গ্রীষ্মকালীন দলবদলে আর্সেনালের কিছু উল্লেখযোগ্য সাইনিং হলো:
ফ্যাবিও ভিয়েরা: নতুন মৌসুমের আগে গানার্সদের প্রথম সাইনিংয়ে দলে যোগ দিয়েছেন পর্তুগিজ ফ্যাবিও ভিয়েরা। পোর্তো থেকে ৩৪ মিলিয়ন ইউরো খরচে তরুণ এই মিডফিল্ডারকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে আর্সেনাল। পোর্তোর হয়ে ৭৫ ম্যাচ খেলে করেছেন ১০ গোল এবং জিতেছেন ২টি পর্তুগিজ লিগ শিরোপা। তার এই পারর্ফম্যান্সকে নজরে রেখেই তাকে দলে নেয় আর্সেনাল।
গ্যাব্রিয়েল হেসুস: গ্রীষ্মকালীন দলবদলে আর্সেনালের সবচেয়ে বড় সাইনিং হলো সাবেক ম্যান সিটি তারকা গ্যাব্রিয়েল হেসুস। ম্যান সিটি থেকে ৫ বছরের চুক্তিতে ৪৫ মিলিয়ন ইউরোর বিপরীতে তাকে দলে নিয়েছে দলটি। সিটির হয়ে ২৩৬ ম্যাচে রয়েছে ৯৫ গোল। সিটির হয়ে খেলেছেন ৭ বছর।
যেখানে অর্জন হিসেবে রয়েছে ৪টি লিগ শিরোপা, ১টি এফএ কাপ, ৩টি লিগ কাপ ও ২টি কমিউনিটি শিল্ড। অন্যদিকে, জাতীয় দলের হয়েও খেলে যাচ্ছেন নিয়মিত। এই সফলতার পরিপ্রেক্ষিতেই ব্রাজিলিয়ান তারকাকে আর্সেনালের হয়ে সাইন করান কোচ মিকেল আর্তেতা।
অলেক্সসান্দর জিঞ্চেন্কো: গ্যাব্রিয়েল হেসুসের পর তারই ম্যান সিটি সতীর্থ অলেক্সসান্দর জিঞ্চেন্কোকে দলে নেয় আর্সেনাল। ডিফেন্ডার কোটায় এই ইউক্রেনীয়কে দলে নিতে আর্সেনালের খরচ করতে হয়েছে ৩০ মিলিয়ন ইউরো। গ্যাব্রিয়েল হেসুসের মতোই ম্যান সিটিতে জিঞ্চেন্কোর ক্যারিয়ার ছিল রঙ্গিন।
সিটির হয়ে দেখা পেয়েছেন লিগ শিরোপা, এফএ কাপ ও লিগ কাপের। ডিফেন্ডার হিসেবে সিটিতে ছিলেন পেপ গার্দিওলার অন্যতম ভরসার নাম। তাই, গ্রীষ্মকালীন দলবদলের শুরু থেকেই তাকে দলে নিতে আগ্রহী ছিল আর্সেনাল। এরপর, গত ২২ জুলাই জিঞ্চেন্কোকে দলে নেওয়ার খবর প্রকাশ করে দলটি।
এগুলো ছাড়াও আর্সেনাল দলে নিয়েছে মার্কুইনহোস অলিভেইরা ও ম্যাট টার্নারকে। এর আগে গত মৌসুম চলাকালীন দল ছেড়েছিলেন অবামেয়াং ও উইলিয়ান।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com