বায়ার্ন মিউনিখের পর জার্মান বুন্দেসলিগার অন্যতম প্রধান দাবিদার বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু, তা সত্ত্বেও গত ১০ মৌসুম বায়ার্ন মিউনিখের কাছে শিরোপা হারিয়েই খুশি থাকতে হয়েছে ডর্টমুন্ডের। বরুশিয়ানরা শেষ বুন্দেসলিগার শিরোপার দেখা পেয়েছিল ২০১১/২০১২ মৌসুমে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ১৯৯৭ সালে।
গত কয়েকবছরে অর্জন বলতে বরুশিয়া ডর্টমুন্ডের আছে শুধু ডিএফপি পোকাল (২০২১)। আর বরুশিয়া ডর্টমুন্ডের এই শিরোপা খরা কাঁটাতে ২০২২/২০২৩ মৌসুমের আগে ভালো সাইনিংয়ের দিকে নজর দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। যার ফলাফলস্বরূপ ডর্টমুন্ড দলে নিয়েছে কিছু তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের। নতুন মৌসুমের জন্য বরুশিয়া ডর্টমুন্ডের সাইনিংগুলো হলো:
নিকলাস সুঁলে: বুন্দেসলিগার সবচেয়ে সফল ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে ফ্রি ট্রান্সফারে নিকলাস সুঁলে’কে দলে নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। বায়ার্ন মিউনিখ ও জার্মানি জাতীয় দলের হয়ে রয়েছে তার অসাধারণ পার্ফম্যান্স। বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন টানা ৬ বছর এবং জিতেছেন ৫টি বুন্দেসলিগা, ২টি ডিএফপি পোকাল, ৪টি ডিএফএল সুপার কাপ, ১টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ১টি উয়েফা সুপার কাপ এবং ১টি ক্লাব ওয়ার্ল্ড কাপ। আর তার এই অভিজ্ঞতাকে কাজে লাগাতেই ২৬ বছরে বয়সী এই ডিফেন্ডারকে দলে নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
নিকো শ্লোটারবেক: নতুন মৌসুমের আগে বরুশিয়া ডর্টমুন্ডের অন্যতম আরেকটি ট্রান্সফার হলো নিকো শ্লোটারবেক। জার্মান লিগের আরেক ক্লাব এসসি ফ্রেইবার্গ থেকে ২০ মিলিয়ন ইউরোতে তাকে দলে যুক্ত করেছে এডিন তেরজিসের দল। গত মৌসুমে এসসি ফ্রেইবার্গের হয়ে করেছিলেন অসাধারণ পার্ফম্যান্স। বুন্দেসলিগায় ৬ষ্ঠ স্থান অর্জনের সাথে দলটি পেয়েছে উয়েফা ইউরোপা লিগের টিকিট, যেখানে নিকো শ্লোটারবেকের রয়েছে অসামান্য অবদান। তাই নিকলাস সুঁলে’র সাথে জুটি বানাতে এই তরুণ্যদিপ্ত ডিফেন্ডারকে সই করেছে বরুশিয়া ডর্টমুন্ড।
কারিম আদেয়েমি: ৩৮ মিলিয়ন ইউরো খরচ করে অস্ট্রিয়ান ক্লাব আর.বি সালজবুর্গ থেকে তরুণ ফরোয়ার্ড কারিম আদেয়েমিকে সই করিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। আদেয়েমি আর.বি সালজবুর্গের হয়ে খেলেছেন ৯৪ ম্যাচ এবং করেছেন ৩৩ গোল। সাথে রয়েছে ৩টি করে অস্ট্রিয়ান লিগ ও অস্ট্রিয়ান কাপ শিরোপা। ১৭ গোল করে অস্ট্রিয়ান লিগে ২০২১/২০২২ মৌসুমে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। তাই, আর্লিং হালান্ডের পরিবর্তন হিসেবে ২০ বছর বয়সী এই তরুণ তারকাকে দলে ভিড়িয়েছে হলুদ-কালো জার্সিধারীরা।
এসব ট্রান্সফারের পাশাপাশি বরুশিয়া ডর্টমুন্ড আরও দলে নিয়েছে – সালিহ ওঁজচান, আলেক্সান্ডার মেয়ের, জেইডেন ব্রাফ, মার্সেল লোটকা। এছাড়াও, আয়াক্স থেকে ফরোয়ার্ড সেবাস্তিয়ান হালারকে দলে ভেড়ানোর গুঞ্জন রয়েছে।
অপরদিকে, বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড় যুক্ত করার পাশাপাশি কিছু খেলোয়াড় দল ছেড়ে যোগ দিয়েছেন অন্য ক্লাবে। যার মধ্যে আর্লি হালান্ড (ম্যানচেস্টার সিটি), রোমান বুর্কি (সেন্ট লুইস সিটি) এবং এক্সেল উইটসেল উল্লেখযোগ্য।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com