কালোজিরা ফুলের মধুর চাহিদা আকাশচুম্বী হলেও এর বাজার বড় করুণ। কেননা খাঁটি মধু পাওয়া অনেকটা সোনার হরিণ পাওয়ার মতোই। তবে আজকের প্রবন্ধ থেকে আপনি আপনার কাঙ্খিত খাঁটি মধুর ঠিকানা পেয়ে যাবেন।
Table of Contents
কালোজিরা ফুলের মধু চেনার উপায়
কালোজিরা ফুলের মধুর কিছু সহজাত বৈশিষ্ট্য রয়েছে। এগুলো সম্পর্কে জানা থাকলে আপনি সহজেই ভেজাল মধু কেনা থেকে বিরত থাকতে পারবেন। তাহলে চলুন দেখে নিই বৈশিষ্ট্যগুলো কী কী।
- দেখতে কালচে রঙের হয়
- খেতে খেজুরের গুড়ের মতো লাগে
- কম বা বেশি ঘনত্বের হয়ে থাকে
- পাতলা ঘনত্বের মধুতে ফেনা থাকে
- ঘনত্ব বেশি হলে তাতে ফেনা থাকে না
- এটি সাধারণত জমে না। তবে এতে ফুলের মিশ্রণ থাকলে জমে যেতে দেখা যায়
কালোজিরা ফুলের মধুর উপকারিতা
কালোজিরা ফুলের মধু আপনি স্বাস্থ্যসুরক্ষায় অন্যান্য খাবারের মতো খেতে পারে। তাছাড়া এটি বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার হয়। কিডনি ও ব্লাডার সমস্যাসহ অন্যান্য অগণিত সমস্যা কালোজিরা ফুলের মধুর মাধ্যমে দূর হয়।
- হৃদরোগ প্রতিরোধ করে
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
- দাঁত মজবুত ও পরিষ্কার করে
- দৃষ্টি ও স্বরণশক্তি বাড়ায়
- বার্ধক্য ঠেকায়
- বাতের ব্যথা দূর করে
- কোষ্ঠকাঠিন্য দূর করে
এছাড়াও কালোজিরা ফুলের মধুর আরো অসংখ্য গুণাবলি রয়েছে।
কালোজিরা ফুলের মধু কোথায় পাওয়া যায়?
দেশের বিভিন্ন অনলাইন ও সুপারশপগুলোতে কালোজিরা ফুলের মধু দেখতে পাওয়া যায়। তবে গ্রাহক সেগুলো থেকে কিনতে দ্বিধাবোধ করে বিশ্বস্ততার অভাবে। আপনিও যদি এমন দ্বিধাদ্বন্দে ভুগে থাকেন তবে আপনার জন্য আমরা নিয়ে আসছি সহজ সমাধান।
হেলদি-স্পোর্টস শপ একটি সেবামূলক প্রতিষ্ঠান যা খাঁটি কালোজিরার ফুলের মধু বিক্রি করে থাকে। এখান থেকে কিনলে আপনি সাশ্রয়ী দামে অর্গানিক মধু পেতে পারেন।
কালোজিরা ফুলের মধুর দাম কত
৬০০ থেকে ১২০০ টাকার মধ্যে কালোজিরা ফুলের মধুর জার পাওয়া যায়। সবচেয়ে বড় ১ কেজির জার কিনলে ১২০০ টাকা দাম পড়তে পারে। হেলদি-স্পোর্টস এর অনলাইন শপ থেকে কিনলেও আপনি একই দামে অর্গানিক মধু পেতে পারেন।
পরিমাণ | দাম |
৫০০ গ্রাম | ৫৪৫ টাকা |
১ কেজি | ১০৯০ টাকা |
পরিশেষ
সুতরাং যেহেতু আপনি কালোজিরার ফুলের মধু চেনার উপায় শিখে গেছেন, সেহেতু আশা করা যায় আপনি মধু কিনে আর ঠকবেন না। অর্ডার করতে তাই এখনি যোগাযোগ করুন নীচের ঠিকানায়: https://shop.healthd-sports.com