বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর ফেজ ৩ এর ঢাকা পর্বের ১৭ তম ম্যাচে দুপুর ১২ টা ৩০ মিনিটে শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় সিলেট সিক্সার্স ও খুলনা টাইগার্স। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।
সিলেটের ইনিংস শুরুতেই ধাক্কা খাই ওপেনার এনামুল হক বিজয়ের আউটে। দলীয় মাত্র ১২ রানে আউট হন বিজয় ১০ বলে ৪ রান করে খালেদ আহমেদের বলে। আরেক ওপেনার লিন্ডল সিমন্স আউট হন কামরুল ইসলাম রাব্বির বলে। দলীয় ২৪ রানে ব্যক্তিগত ১৯ বলে ৬ রানের মাথায় সিমন্স আউট হন।
৩ বলে ২ রান করে ইনগ্রাম আউট হন দলীয় ৩৪ রানের মাথায়। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে সিলেট যখন বিপদে তখন হাল ধরেন মোহাম্মদ মিঠুন। তার পাশাপাশি যোগ দেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলীয় ১৩৬ রানে মিঠুন আউট হন সৌম্য সরকারের বলে মেহেদি হাসানকে ক্যাচ দিয়ে। আউটের আগে মিঠুন করেন ৫১ বলে ৭২ রানের একটি দায়িত্বশীল ইনিংস। সৈকত আউট হন ৩০ বলে ৩৪ করে খালেদ আহমেদের বলে।
খুলনার বোলিং এ সৌম্য মাত্র ২ ওভার বোলিং করে ১৬ রানের বিনিময়ে পান ১ উইকেট। পেসার রাব্বি নেন ৩১ রানের বিনিময়ে ১ উইকেট। খালেদ আহমেদ নেন ২০ রান দিয়ে ২ উইকেট।অবশেষে সিলেটের ইনিংস থামে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রানে।
১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুলনার ওপেনার আন্দ্রে ফ্লেচার যেনো হয়ে ওঠেন দূর্গ। শুরুতে নেমে শেষ অবধি অপরাজিত থাকেন ৪৭ বলে ৭১ করে। আরেক ওপেনার সৌম্য সরকার ফেরেন দলীয় ৯৯ রানে। সিলেটের ওপেনিং জুটি ৯৯ রানে ভাঙ্গেন নাজমুল ইসলাম সৌম্য সরকারকে বোল্ড আউট করে।আউট হওয়ার আগে সৌম্য করেন ৩১ বলে ৪৩ রান। সৌম্যের পরে নামা পেরেরা ৯ বলে ২২ রানের ঝড় তুলে ফ্লেচারকে নিয়ে দলকে জিতিয়ে নেন ৯ উইকেটে মাত্র ১৪.২ ওভারে।
সিলেটের বোলিং এ একমাত্র উইকেটটি পান নাজমুল ইসলাম ৩.২ ওভারে ৩৯ রান দিয়ে।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com
স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ১৪২-৫ (২০)
মিঠুন ৭২(৫১), সৈকত ৩৪(৩০), সিমন্স ৬(১৯), বিজয় ৪(১০)
সৌম্য ২-০-১৬-১, কামরুল রাব্বি ৪-০-৩১-১, খালেদ ৪-০-২০-২, এন. সামাদ ৪-১-১০-১
খুলনা টাইগার্সঃ ১৪৪-১ (১৪.২)
ফ্লেচার ৭১(৪৭), সৌম্য ৪৩(৩১), পেরেরা ২২(৯),
নাজমুল ইসলাম ৩.২-০-৩৯-১, সোহাগ ১-০-১৫-০, সৈকত ১-০-২০-০,
ফলাফলঃ খুলনা টাইগার্স ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরাঃ আন্দ্রে ফ্লেচার