ক্রিকেট কানাডার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা। লিগের নিয়মানুযায়ী প্রত্যেক দলের শুরুর একাদশে কমপক্ষে ৪ জন কানাডার খেলোয়াড়দেরকে রাখা বাধ্যতামূলক।
বাকি খেলোয়াড়দের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ইচ্ছানুযায়ী বিদেশি খেলোয়াড় রাখতে পারবে।
লিগটি ২০১৮ সালের জুন ও জুলাই মাসে ছয়টি দলের অংশগ্রহণে প্রথমবারের মতো কানাডায় অনুষ্ঠিত হয়। এরপর, ২০১৯ সালে গ্লোবাল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়। ২০২০-২১ সালে করোনার কারণে জমজমাট এই লিগের তৃতীয় আসর মাঠে গড়াতে পারেনি।
অবশেষে, গত ১৬ মে ২০২৩ এ ক্রিকেট কানাডা ঘোষণা দেয়, ২০ জুলাই থেকে ৬ আগস্ট ২০২৩ সময় পর্যন্ত লিগটির তৃতীয় আসর মাঠে গড়াতে যাচ্ছে। ইতোমধ্যে তৃতীয় আসরের ছয়টি দলকে নিয়ে গত ১৩ জুন অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট।
প্লেয়ার্স ড্রাফটে লিগের ছয়টি ফ্র্যাঞ্চাইজিই তাদের ইচ্ছানুযায়ী কানাডা জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন দেশের নামি-দামি সব তারকা খেলোয়াড়দেরকে দলে নিয়েছে।
মন্ট্রিয়াল টাইগার্স : গ্লোবাল টি-টোয়েন্টির প্রথম শিরোপার খোঁজে দলের আইকন হিসেবে সাকিব আল হাসান ও আন্দ্রে রাসেলের নাম ঘোষণা করে মন্ট্রিয়াল টাইগার্স।
স্কোয়াড : সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শারফ্রেন রাদারফোর্ড, কার্লোস ব্রেথওয়েট, মুহাম্মদ আব্বাস আফ্রিদি, জাহির খান, মুহাম্মদ ওয়াসিম, আকিফ রাজা, আয়ান খান, দীপেন্দ্র আইরে, কালিম সানা, ম্যাথিউ স্পুরস, ভীজপেন্দ্র সিং, দীলপ্রিত সিং, অনুপ চীমা, শ্রীমান্তা উইজেরাত্নে।
টরন্টো ন্যাশনাল্স : আগের দুই আসরের দুইটিতেই অংশগ্রহণ করলেও কোনোটিতেই সাফল্যের দেখা পায়নি টরন্টো ন্যাশনাল্স। ফলে, তৃতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটে দলের আইকন হিসেবে কলিন মুনরোর নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি।
স্কোয়াড : কলিন মুনরো, শহিদ আফ্রিদি, ফজল হক ফারুকি, জামান খান, সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, হামজা তারিক, জেরার্ড ইরাসমাস, জোহানেস জোনাথান স্মিথ, ফারহান মালিক, সাদহিন জাফর, নিকোলাস কিরটন, আরমান কাপুর, সার্মাদ আনোয়ার, রোমেল শাহজাদ, উদাওয়া ভাগওয়ান।
ব্র্যাম্পটন উলভস : দ্বিতীয়বারের মতো গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে যাওয়া ব্র্যাম্পটন ভারতীয় হরভজন সিংকে দলের আইকন ঘোষণা করে চমক দিয়েছে।
স্কোয়াড : হরভজন সিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, মার্ক চাপমান, উসামা মীর, হুসেইন তালাত, উসমান খান, লোগনা ভ্যান বিক, জান নিকোলাস ফ্রাইলিংক, এ্যারন জনসন, ম্যাক্স ও’দাউদ, জেরেমি গর্দন, রিজওয়ান চীমা, রিশিভ জোশি, শাহিদ আহমেদজাই, গুরপাল সিং সিদ্দু।
ভেনকুভার নাইটস : পাকিস্তানি তারকা ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে আইকন খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন্সরা।
স্কোয়াড : মোহাম্মদ রিজওয়ান, রাসি ভ্যান ডার ডুসেন, নাবিন উল হক, রিজা হ্যান্ড্রিকস, কোর্ভিন বশ, জুনায়েদ সিদ্দিকী, নাজিবুল্লাহ জাদরান, ব্রিতেয়া অরবিন্দ, কার্তিক মেইইয়াপ্পান, রুবেন ট্র্যাম্পলম্যান, রাবিন্দেরপাল সিং, হার্শ থাকের, নওয়াব সিং, রাইয়ান পাঠান, মুহাম্মদ কামাল, কানওয়ার থাতগুর।
মিসেসোগা প্যান্থারস : প্রথমবারের মতো লিগে অংশ নিতে যাওয়া দলটি তাদের আইকন হিসেবে বেছে নিয়েছে শোয়েব মালিকের নাম।
স্কোয়াড : শোয়েব মালিক, ক্রিস গেইল, আজম খান, জেমস নিশাম, ক্যামরন স্কট দেলপোর্ত, শাহনেওয়াজ দাহানি, জাহুর খান, টম কুপার, সেসিল পার্ভেজ, জাস্কারান্দিপ ভুটার, নাভনিত দানিওয়াল, নিখিল দত্ত, শ্রেয়াস মোভা, পারভিন কুমার, মীহির পাটেল, ইথান গিবসন।
সার্রে জ্যাগুয়ার্স : প্রথম ও দ্বিতীয় আসরে অংশ নেওয়া এ্যাডমন্টন রয়্যালসের নাম বদলে সার্রে জ্যাগুয়ার্স নামে তৃতীয় আসরে অংশ নেওয়া দলটি ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসকে আইকন ঘোষণা করে।
স্কোয়াড : অ্যালেক্স হেলস, লিটন কুমার দাস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেন্ডর্ফ, করিম জানাত, সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ হারিস, আয়ান খান, জাতিন্দার সিং, বের্নার্দ স্কোলটজ, পার্গাত সিং, দীলন হেলিগার, আম্মার খালিদ, সান্নি মাথারু, শীল পাটেল, ক্যারাভ শর্মা।