বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর ঢাকা পর্বের ৬ষ্ঠ ম্যাচে বিকেল ৫টা ৩০ মিনিটে মুখোমুখি হয় মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেন্জার্স ও মুশফিকুর রহমানের খুলনা টাইগার্স। টসে জিতে খুলনা বোলিং এর সিদ্ধান্ত নেয়।
মিরপুরের রহস্য ঘেরা উইকেটে আজ বেশ চড়াও ছিল ব্যাটাররা। চট্টগ্রামের উইন্ডিজ তারকা কেভিন লুইস এর ১৪ বলে ২৫ রানের উরন্ত সূচনা আর সাথে থাকা উইল জ্যাক এর ৭ বলে ১৭ রান হয়তো বড় স্কোরের আভাস দিচ্ছিলো। দলীয় ২৯ রানে ১.৩ ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে উইল জ্যাক আউট হলে ওপেনিং এর জুটি ভাঙ্গে। অতঃপর সাব্বির রহমানের ৩৩ বলে ৩২, মেহেদি হাসান মিরাজের ২৩ বলে ৩০ এবং বিনি হাওয়েল এর ২০ বলে ৩৪ রানের দুরন্ত ইনিংস চট্টগ্রামকে বড় সংগ্রহের পথে নিয়ে যেতে থাকে।
২০ ওভার শেষে চট্টগ্রাম চ্যালেন্জার্সের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৯০ রান। খুলনার বোলারদের মাঝে নাভিন উল হক ৪৮ রানের বিনিময়ে ১ উইকেট নেন। আর চট্টগ্রামের দুই ওপেনারকে ফেরানো কামরুল ইসলাম রাব্বি নেন ৩৫ রানে ২ উইকেট।
জবাবে খুলনার ওপেনাররা একটু অগোছালোই ছিলো।আন্দ্রে ফ্লেচারের ব্যাক্তিগত ১২ বলে ১৬ রানের মাথায় ইনজুরিতে মাঠ ছাড়েন আর অন্য ওপেনার তানজিদ হাসান ৯ বলে ৯ রানে আউট হন।
খুলনায় দলীয় ১৮ রানের মাথায় প্রথম আঘাত হানেন নাসুম আহম্মেদ তানজিদ হাসানকে বোল্ড আউট করে।ক্যাপ্টেন মুশফিক ফেরেন দলীয় ৭৬ রানের মাথায় বিনি হাওয়েল এর বলে ক্যাচ দিয়ে। ইয়াসির আলি রাব্বি ২৬ বলে ৪০ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। মেহেদি হাসান করেন ২৪ বলে ৩০ রান। রেজাউর রহমান রাজা ০ রানে ঘরে ফেরান আরেক বিগ হিটার থিসারা পেরেরাকে। অবশেষে খুলনার ইনিংস থামে ১৬৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেন্জার ১৯০-৭ (২০)
কেভিন লুইস ২৫ (১৪), সাব্বির রহমান ৩২ (৩৩), মেহেদি মিরাজ ৩০ (২৩)
কামরুল ইসলাম রাব্বি ৩-০-৩৫-২, নাভিন উল হক ৪-০-৪৮-১, ফরহাদ রেজা ৪-০-৩৫-১
খুলনা টাইগার্স: ১৬৫-৯ (২০)
ইয়াসির আলি ৪০(২৬), মেহেদি হাসান ৩০(২৪), সিকান্দার রাজা ২২(১২)
শরিফুল ইসলাম ৪-০-২৯-২, মেহেদি মিরাজ ৪-০-৪২-২, রেজাউর রহমান রাজা ৪-০-২০-২
ফলাফল: চট্টগ্রাম চ্যালেন্জার্স ২৫ রানে জয়ী।
ম্যাচসেরা: বিনি হাওয়েল
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com