গতকাল রাতে ঘরের মাঠ অ্যালায়াঞ্জ অ্যারেনাতে বার্সেলোনার মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ। বায়ার্ন-বার্সেলোনা ম্যাচ মানেই ফুটবল সমর্থকদের মাঝে এক বাড়তি উন্মাদনা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯/২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের বড় ব্যবধানে হেরে যায় বার্সেলোনা। সে স্মৃতি কিছুটা হলেও এখনো পর্যন্ত দাগ কেটে আছে বার্সা সমর্থকদের মাঝে।
আর সেই ম্যাচের কথা মাথায় রেখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরও একবার বায়ার্নের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। যেখানে সবার নজরে ছিলেন বার্সার নতুন সাইনিংগুলোর দিকে বিশেষত বায়ার্ন মিউনিখ থেকেই যোগ দেয়া পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কি।
১ম হাফ: প্রথমার্ধের শুরু থেকেই দুই দলই নিজেদের স্বাভাবিক খেলা খেলতে থাকে। গোল করার কিছু সুন্দর সুযোগ তৈরি করলেও সেটি শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি উভয় দল। যার ফলে ম্যাচের প্রথম অংশে গোলের দেখা পায়নি কোনো দলই। তাই প্রথম হাফ শেষে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ০-০।
২য় হাফ: গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার জন্য মুখিয়ে উঠে দুই দল। যেখানে দ্বিতীয় হাফ শুরুর ৫ মিনিটের মাথায় কর্ণার থেকে হশুয়া কিমিখের এ্যাসিস্টে গোলের দেখা পান লুকাস হার্নান্দেজ। এই গোলের রেশ কাটতে না কাটতেই এর ৪ মিনিট পরই তরুণ জামাল মুসিয়ালার সহায়তায় বার্সেলোনার জালে আবারও বল জড়ান লেরয় সানে।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com
২ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনাও পাল্টা আক্রমণ করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই করতে পারেনি বার্সার খেলোয়াড়েরা। যার ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরও একবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। ম্যাচ সেরা হয়েছেন বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা।