বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ রানের জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করলো অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল, এটি যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
না এটি কোন অঘটন নয়, টাইগাররা লড়াই করেই জিতেছে। শরিফুলের হুংকার ও মুস্তাফিজের নিয়মতান্ত্রিক বলে ম্যাচ হাতে আসে বাংলাদেশের। ১৯ তম ওভারে মুস্তাফিজ মাত্র ১ রান দেন। মেহেদির শেষ ওভারে ২২ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার কিন্তু ১২ রান তুলতে পারে তারা।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
বাংলাদেশ : ১২৭/৯ (২০-ওভার) – রিয়াদ ৫২, সাকিব ২৬, আফিফ ১৯
এলিস ৩৪/৩, হ্যাজলউড ১৬/২, জাম্পা ২৪/২
অস্ট্রেলিয়া : ১১৭/৪ (২০-ওভার) – মার্শ ৫১, ম্যাকডারমট ৩৫, ক্যারি ২০*
শরিফুল ২৯/২, নাসুম ১৯/১, সাকিব ২২/১, মুস্তাফিজুর ৯/০
ফল : বাংলাদেশ ১০ রানে জয়লাভ করেছে।
ক্রিকেট নিয়ে আরও খবর দেখুন…