ছোট বা বড় যে কারো নাক দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও এর প্রতিকার জেনে রাখা উচিত। চলুন বিস্তারিত জেনে নিই এখান থেকে।
ভিডিওঃ নাক দিয়ে রক্ত পড়ার প্রতিকার জানুন!
Table of Contents
নাক দিয়ে রক্ত পড়ার কারণ
বিভিন্ন কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। নাক দিয়ে রক্ত পড়ার কারণ জানলে তার চিকিৎসা করা আপনার জন্য সহজ হবে।
- উচ্চরক্তচাপজনিত সমস্যা থাকলে মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- লিভার সিরোসিসের মতো অসুখ থাকলে ক্ষেত্রবিশেষে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- রক্তনালিতে জন্মগত ক্রুটি থাকলে অনেকের নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়।
- আ্যানেমিয়া, হিমোফিলিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, পারপুরা ইত্যাদি রোগগুলো নাক দিয়ে রক্ত পড়ার কারণ হতে পারে।
- কখনো কখনো মেয়েদের মাসিক ও গর্ভাবস্থায় নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়।
- Aspirin জাতীয় ওষুধ অতিরিক্ত সেবনে নাক দিয়ে রক্ত পড়ে।
- নাকের ভিতরে টিউমার হলে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- কারো নাকের মাঝখানের হাড় যদি বাঁকা হয় তাহলে নাক দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
- নাকের মাঝখানের পর্দায় কোনো কারণে ছিদ্র হলে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
নাক দিয়ে রক্ত পড়ার আরো অন্যান্য কারণ
আঘাতজনিত বিভিন্ন কারণেও নাক দিয়ে রক্ত পড়ে। এছাড়া নাকের যেকোনো অপারেশন নাক দিয়ে রক্ত পড়ার অন্যতম কারণ।
- নাকে কোনো কারণে আঘাত পেলে।
- নাকের কোনোরকম অপারেশন হলে।
- সর্দি বা সাইনোসাইটিস এর মতো সমস্যা বড় আকার ধারণ করলে।
- নাকের মধ্যে ইনফেকশন দেখা দিলে।
- এছাড়াও বিভিন্ন এলার্জির কারণে নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়।
নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করার উপায়
নাক দিয়ে রক্ত পড়ার চিকিৎসা
অবশ্যই নাক দিয়ে রক্ত পড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে তার আগে প্রাথমিকভাবে রক্ত বন্ধ করা জরুরি। তাই নাক দিয়ে রক্ত পড়ার প্রাথমিক চিকিৎসা এখানে তুলে ধরা হলো।
বরফ
একটি কাপড়ে ঠান্ডা বরফ জড়িয়ে তা নাকের উপর চেপে ধরুন। সেইসাথে নাকে ঠান্ডা জল দিন। এতে নাকের মিউকাস পর্দা ঠান্ডা পানি পাবে এবং তাৎক্ষণিকভাবে রক্ত পড়া বন্ধ হবে।
নাকের দুপাশ চেপে ধরুন
নাকের দুইপাশ ভালোভাবে করে চেপে ধরুন। পাঁচ মিনিট এভাবেই থাকুন। এরপর আস্তে আস্তে চাপ কমান। নাকের দুপাশ চেপে ধরলে নাকের সেপ্টামের উপর চাপ পড়ে এবং রক্ত পড়া বন্ধ হয়।
লবণ-চিনি জল
শীতকালে অনেকসময় নাকের শুষ্কতার জন্য রক্ত পড়তে পারে। নাকে আর্দ্রতা ফিরিয়ে আনতে তাই লবণ-চিনির জল একটি তুলায় নিয়ে নাকের ভেতরে দিতে পারেন। এতে রক্ত পড়া বন্ধ হবে।
গোলমরিচের গুঁড়া
অধিক রক্তচাপের জন্য নাক দিয়ে রক্ত পড়লে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে রোগীকে গোলমরিচের গুঁড়া মেশানো পানি খাইয়ে দিন। এতে রক্তচাপ নিয়ন্ত্রণ হবে এবং নাকের রক্ত পড়া রোধ হবে।
আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগার নাকের রক্ত পড়া বন্ধ করতে ভীষণ কার্যকরি। তাই বাড়িতে সবসময় এই উপাদানটি সংগ্রহে রাখুন। নাক দিয়ে রক্ত পড়লে একটি তুলায় আপেল সিডার ভিনেগার নিয়ে নাকের ভেতর দিতে পারে। এছাড়া একটি ড্রপারে করেও এটি ব্যবহার করতে পারেন। এতে নাকের রক্তজালকগুলি মজবুত হবে এবং নাকের রক্ত পড়া বন্ধ হবে। ডিওঃ
ভিডিওঃ নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার জানুন।
সাবধানতা
নাক দিয়ে রক্ত পড়াকালীন সময়ে কখনোই শোবেন না। এতে রক্ত ফুসফুসে গিয়ে জটিল সমস্যার সৃষ্টি করতে পারে। আবার হাঁটাচলা বা দাঁড়িয়ে থাকবেন না। এক জায়গায় শান্ত হয়ে বসে চিকিৎসা নিন।
রক্ত পড়া বন্ধ হলে সাথেই সাথেই নাক পরিষ্কার করবেন না। কমপক্ষে ১ ঘন্টা অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। এমতাবস্থায় মাথা সামনের দিকে ঝুঁকিয়ে রাখবেন না। এতে রক্ত পড়া আবার শুরু হতে পারে।
বাচ্চাদের হাতের নখ অবশ্যই ছোট রাখুন। এবং তাদের নাকে হাত দেওয়ার অভ্যাস পরিত্যাগ করান। এছাড়া শীতের শুষ্কতা এড়াতে বাচ্চদের নাকের সামনে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। মুখের দুর্গন্ধ দূর করার উপায় জেনে নিন!
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com
শেষ কথা
নাক দিয়ে রক্ত পড়াটা অবশ্যই ভয়ের কারণ। তাই বলে ঘাবড়ে যাবেন না। অস্থিরতা নাকের রক্ত পড়া আরো বাড়িয়ে দিতে পারে। শান্ত হয়ে বসে নাক দিয়ে রক্ত পড়ার কারণ অনুসন্ধান করুন এবং সে মোতাবেক চিকিৎসা করুন।
আপনার মনে কোন প্রশ্ন থাকলে এখানে করুন!