নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচের ৫ দিনই আলো ছড়িয়েছে টাইগাররা। তাসমান সাগর পাড়ের দেশের সেই আলোর ঝলকানি বেশ ভালোভাবে পৌঁছে গেছে হাজার মাইল দূরের ১৭ কোটির বাংলাদেশে। গল্পের শুরুটা তরুণ শরিফুল ইসলাম-জয়কে দিয়ে। আর সেই গল্পের সমাপ্তি তে রয়েছেন শুধুই এবাদত হোসেন।
আগামী ৯ জানুয়ারি তে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে । প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়া কাপ্তান মুমিনুল সেই ম্যাচে হতে চা আরও মনোযোগী।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৩২৮/১০ (১০৮.১-ওভার)
কনওয়ে ১২২, ইয়ং ৫২, নিকোলস ৭৫; শরিফুল ৩/৬৯, মিরাজ ৩/৮৬, মুমিনুল ২/৬
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৪৫৮/১০ (১৭৬.২-ওভার)
জয় ৭৮, শান্ত ৬৪, মুমিনুল ৮৮, লিটন ৮৬, ইয়াসির ২৬, মিরাজ ৪৭; ওয়েগনার ৩/১০১, বোল্ট ৪/৮৫
নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ১৬৯/১০ (৭৩.৪-ওভার)
লাথাম ১৪, ইয়ং ৬৯, কনওয়ে ১৩, টেলর ৪০, নিকোলস ০, ব্লান্ডেল ০, রবীন্দ্র ১৬; তাসকিন ৩/৩৬, এবাদত ৬/৪৬
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ৪২/২ ( ১৬.৫-ওভার)
শান্ত ১৭, মুমিনুল ১৩*, সাদমান ৩, জেমিসন ১/১২, সাউদি ১/২১