শীতকালীন দলবদলের সবচেয়ে বড় শিরোনাম হতে পারেন আর্লিং হল্যান্ড। দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মতো বড় দলগুলো বরুশিয়া ডর্টমুন্ডের এই তারকা ফুটবলারকে দলে নিতে আগ্রহী।
বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৭৭ ম্যাচ খেলে করেছেন ৭৮ গোল। জাতীয় দলে নরওয়ের জার্সি গায়ে খেলছেন মোট ১৫ ম্যাচ, যেখানে তার গোল সংখ্যা ১২টি। ২০২১-২০২২ মৌসুমে জার্মান বুন্দেসলিগায় এখন পর্যন্ত বরুশিয়ার হয়ে ১৩ ম্যাচে করেছেন ১৫ গোল, সাথে রয়েছে ৫ অ্যাসিস্ট।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৩ ম্যাচে ৩ গোল। আর্লিং হল্যান্ডের বর্তমান বাজার মূল্য ১৫০ মিলিয়ন ইউরো। তাই, এই শীতকালীন দলবদলে বরুশিয়া ডর্টমুন্ডের এই গোল মেশিনকে দলে ভেড়াতে চাই ইউরোপের বড় বড় দলগুলো।
অন্যদিকে, ফিলিপ কৌতিনহোকে অ্যাস্টন ভিলায় লোনে দেওয়ার পর এবার আরেক ব্রাজিলিয়ান ফুটবলার অস্কারকে সাংহাই পোর্ট থেকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনা। সাংহাই পোর্টের হয়ে চাইনিজ সুপার লিগে এই পর্যন্ত ১৪৮ ম্যাচে করেছেন ৪৪ গোল। ২০১৫ সালের পর ব্রাজিলের জার্সি গায়ে আর খেলা হয়নি সাবেক এই চেলসি প্লেয়ারের।
ডেনিশ তারকা ক্রিস্টিয়ান এরিকসেনকে দলে নেওয়ার জন্য ৬ মাসের চুক্তি অফার করেছে প্রিমিয়ার লিগ ক্লাব ব্রেন্টফোর্ড। ইউরো ২০২০ -এ ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে মাঠে অজ্ঞান হয়ে পড়ে যান এরিকসন। তারপর থেকেই আর ক্লাব ফুটবলে ফেরা হয়নি বর্তমানে ইন্টার মিলানের সাথে চুক্তিতে থাকা এই খেলোয়াড়ের।
আর্সেনালে আর্তুর মেলোকে দিয়ে আর্সেনাল থেকে থমাস পার্টেকে বিনিময়ে দলে নিতে চায় জুভেন্টাস। আবার, এই মৌসুমে চেলসির সাথে চুক্তি শেষ হওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগকে বিদায় জানাতে চান ডিফেন্ডার আন্দ্রিয়াস ক্রিশ্চিয়ানসেন। তার সম্ভাব্য নতুন গন্তব্য হতে পারে বার্সেলোনা অথবা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
উসমান ডেম্বেলের পরিবর্তে উলভসের স্প্যানিশ ফরোয়ার্ড অ্যাডামা ট্রাওরেকে দলে নিতে চায় বার্সেলোনা। বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা ইতিমধ্যেই অ্যাডামা ট্রাওরের এজেন্ট জর্জ মেন্ডেসের সাথে এই বিষয় নিয়ে যোগাযোগ করেছেন।
চুক্তিটি হতে দুই ক্লাবকেই বেশি বেগ পেতে হবে না, কারণ এই চুক্তিতে উসমান ডেম্বেলের সাথে ফ্রান্সিসকো ত্রিনকাও অন্তর্ভুক্ত হতে পারেন।
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com