ক্রিস্টিয়ানো রোনালদো

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে দলবদলের গুঞ্জন রয়েছে ইউরোপের বড় বড় তারকা খেলোয়াড়দের!

২০২১/২০২২ মৌসুম শেষ হয়েছে অনেক আগেই। বর্তমানে চলছে গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম। এক দল থেকে আরেক দলে যোগ দিচ্ছেন বিশ্ব ফুটবলের নামকরা খেলোয়াড়রা। এছাড়াও দল বদলের সম্ভাবনা রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, রাফিনহার মতো তারকা ফুটবলারদের। 

ক্রিস্টিয়ানো রোনালদো : ২০২১/২০২২ মৌসুম শুরুর কিছুদিন পরই জুভেন্টাস ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। তার দলে যোগ দেওয়ার পরই দলের যেন খারাপ সময় শুরু হয়। একের পর এক ম্যাচে ড্র এবং হারের স্বাদ পেতে থাকে রেড ডেভিলসরা। চ্যাম্পয়িন্স লিগেও সময়টা যাচ্ছিল খারাপ।

ব্যাক্তিগতভাবে সকলকে বেশ ভালোই খেলা উপহার দিচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুম শুরুর কয়েক ম্যাচ পর আসলেও দলের হয়ে প্রিমিয়ার লিগের ২১/২২ মৌসুমে মোট ১৮ গোল করেন সি.আর সেভেন।

কিন্তু, দলের বাকিদের বাজে পার্মরম্যান্সের ফলে মৌসুম শেষে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ হারিয়েছে ম্যান. ইউনাইটেড। ফলে, শেষ পর্যন্ত উয়েফা ইউরোপা লিগে জায়গা পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ইতোমধ্যে, রোনালদোর ম্যানইউ ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

রোনাদলদো দলকে জানিয়েছেন যে তিনি এই গ্রীষ্মকালীন দলবদলেই দল ছেড়ে চলে যেতে চান। কিছু কিছু সূত্র থেকে জানা যাচ্ছে যে, তিনি ম্যানইউ ছেড়ে বায়ার্ন মিউনিখ, নাপোলি কিংবা চেলসিতে যোগ দিতে পারেন।

ইএসপিএন থেকে জানা গেছে, চেলসি ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে নিতে চাই কিন্তু এখনো তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে কোনো অফার দেয়নি বরং অফার দেওয়ার কথা চিন্তাভাবনা করছে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক মৌসুমের ট্রেনিং ক্যাম্প শুরু হলেও ট্রেনিং ক্যাম্পে যোগ দেননি বিশ্ব সেরা এই খেলোয়াড়। তাহলে কি সত্যিই অন্য কোনো দলে যোগ দিতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো?

রাফিনহা : রাফিনহার দলবদলের গুঞ্জন অনেক আগের হলেও তার ভাগ্য যেন রীতিমতো আটকে আছে। চেলসি, বার্সেলোনা এবং আর্সেনাল এই তিন ক্লাবের মাঝেই আটকে রয়েছে রাফিনহার ভবিষ্যৎ। লিডস ইউনাইটেড থেকে রাফিনহাকে দলে নিতে আগ্রহী চেলসি। এরই জন্য লিডস ইউনাইটেডকে ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে চেলসি কর্তৃপক্ষ।

লিডস ইউনাইটেড, চেলসির এই ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাবে রাজি থাকলেও রাফিনহা ব্যাক্তিগতভাবে চেলসিতে যেতে চান না বরং যোগ দিতে চান স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে। কিন্তু, বার্সেলোনা এখনো রাফিনহাকে দলে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে, আরেক ইংলিশ ক্লাব আর্সেনালও দলে ভেড়াতে চায় এই তারকাকে।

তবে, এখনো অফিসিয়ালি কোনো বিড করেনি আর্সেনাল। তাই চেলসি, বার্সেলোনা নাকি আর্সেনাল কোন ক্লাবে যাবেন এই ব্রাজিলিয়ান তা জানা যাবে আরও কিছুদিন পর।

এছাড়াও দলবদলের গুঞ্জন রয়েছে ফ্রাঙ্কি ডি ইয়ং, পাওলো দিবালা, ওসমান ডেমবেলে, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলস কোন্দে, সিজার এ্যাজপ্লিজেকোয়েতা, হাকিম জিয়েক, লিসান্দ্রো মার্টিনেজ, মিলান স্ক্রিনিয়ার, আরনাওত দানজুমা, সার্জ গিনেব্রি, মার্কোস আলোনসো এবং টাইলার অ্যাডাম্সের মতো তারকা ফুটবলারদের।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন হেলদি-স্পোর্টস শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top